Wednesday, August 27, 2025

আত্মপ্রচারে মগ্ন মোদি: স্টেডিয়ামের পর এবার নিজ নামে ট্রেন! উদ্বোধন ‘নমো ভারত’-এর

Date:

‘আত্মপ্রশংসা’, ‘আত্মপ্রচার’ বরাবরই প্রিয় বিষয় ‘আত্মকেন্দ্রিক’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেই ধারা অব্যাহত রেখে লোকসভা নির্বাচনকে মাথায় রেখে এবার নিজের নামে ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার দিল্লি থেকে মিরাট পর্যন্ত দেশের প্রথম সেমি হাইস্পিড রিজিওনাল রেল বা র‌্যাপিডএক্স পরিষেবার সূচনা করেন প্রধানমন্ত্রী। তবে তাঁর এই আত্মপ্রচার নিয়ে সরব হয়েছে বিরোধীরা।

ইতিমধ্যে পদ্মফুলের নতুন একটি প্রজাতি তাঁর নাম এবং পদবির আদ্যক্ষর জুড়ে রাখা হয়েছে ‘নমো ১০৮’। এছাড়াও আমদাবাদের মোতেরা স্টেডিয়ামের নাম বদলে ফেলে নরেন্দ্র মোদি স্টেডিয়াম নামকরণ হয়েছে, যা গোটা বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। সেই তালিকায় এবার যুক্ত হল নিজের নামে ট্রেন। বন্দে ভারতের সঙ্গে নাম মিলিয়েই এই ট্রেনটির নাম রাখা হয়েছে নমো ভারত। জানা গেছে, এই ট্রেন চলবে ঘন্টায় ১৮০ কিলোমিটার বেগে। উত্তরপ্রদেশের সাহিদাবাদ থেকে দুহাই ডিপো, ৫টি স্টেশনে থামবে এই ট্রেন। উদ্বোধনের পরবর্তী সময়ের কিছু ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী ট্রেনে চড়ে স্কুল-কলেজের পড়ুয়াদের সঙ্গে কথাবার্তা বলছেন। মোদির সঙ্গে কথোপকথন কালে, যাত্রীরা তাঁদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে।

কিন্তু ট্রেনের নাম ‘নমো ভারত’ রাখা নিয়ে বিতর্ক চরম আকার নিতে শুরু কয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হারার ভয়ে প্রধানমন্ত্রী মরিয়া হয়ে এভাবে আত্মপ্রচার করে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষও প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করে বলেন, সরকারি পয়সায় কেন্দ্রীয় সরকার রীতিমতো ব্যক্তিপ্রচার চালাচ্ছে। এভাবে দেশ চলতে পারে না। সুর চড়িয়েছে কংগ্রেসও। হাত শিবিরের নেতা পবন খেরা প্রশ্ন তুলেছেন, ‘ভারত নামটাই বা আর রাখার দরকার কোথায়? এবার দেশের নামটা বদলে নমো করে দেওয়া হোক। তাহলেই ষোলোকলা পূর্ণ হয়ে যাবে!’ মোদিকে কটাক্ষ করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি বলেন, ‘নমো পদ্মফুল, নমো স্টেডিয়ামের পর এবার নমো ট্রেন। সত্যিই প্রধানমন্ত্রীর আত্মপ্রচারের কোনও সীমা-পরিসীমা নেই!’

Related articles

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...

পুজোর মেনুতে নতুন স্বাদ: বড় নির্দেশ রুফ-টপ রেস্তোঁরা নিয়ে

পুজোর মরশুম মানেই পেটপুজোর মরশুম। আর তাতে আলাদা মাত্রা যোগ করে শহরের রুফ টপ রেস্তোঁরাগুলি (roof top restaurant)।...

গুরুবারে TMCP-র প্রতিষ্ঠাদিবসে মেগা ছাত্র সমাবেশ, নির্দেশিকা দেবেন মমতা, বলবেন অভিষেকও

গুরুবারে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। মেগা ছাত্র সমাবেশ মেয়ো রোডে। ২৮ অগাস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে...
Exit mobile version