Saturday, December 6, 2025

মানুষের ক্ষুধা নিয়ে উপহাস করবেন না: স্মৃতি ইরানিকে বার্তা বিরোধীদের

Date:

Share post:

মানুষের ক্ষুধা নিয়ে উপহাস করবেন না। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে এই উপদেশ দিলেন কংগ্রেসের সুপ্রিয়া শ্রীনাতে। সম্প্রতি, গ্লোবাল হাঙ্গার ইন্ড্রেক্সের সূচক নিয়ে মন্তব্য করতে গিয়ে এই ইন্ডেক্সকে মিথ্যা বলে অভিযোগ করেছিলেন স্মৃতি। তারই পাল্টা স্মৃতি ইরানের উদ্দেশ্যে বার্তা দিলেন কংগ্রেস নেত্রী।

শুক্রবার হায়দরাবাদে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেছিলেন, “এমন সূচক আছে যেগুলি ভারতের বাস্তবকে তুলে ধরে না এবং ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়। উদাহরণ স্বরূপ, গ্লোবাল হাঙ্গার ইনডেক্স, যা সম্পূর্ণ অযৌক্তিক। তারা সূচক তৈরি করে, ভারতে ১৪০ কোটি মানুষের মধ্যে ৩,০০০ জনকে ডেকে জিজ্ঞাসা করে, তারা ক্ষুধার্ত কিনা? সেই সূচক বলছে পাকিস্তান ভারতের চেয়ে ভালো করছে, আপনারা এটা ভাবতে পারেন?” উল্লেখ্য, ২০২৩ গ্লোবাল হাঙ্গার ইনডেক্স অনুসারে, ভারত ২৮.৭ স্কোর সহ ১২৫ টি দেশের মধ্যে ১১১ তম স্থানে রয়েছে, যেখানে পাকিস্তান ২৬.৬ স্কোর সহ সূচকে ১০২ তম স্থানে রয়েছে। কংগ্রেসের সুপ্রিয়া শ্রীনাতে স্মৃতি ইরানির বক্তব্যকে, “অ-সংবেদনশীল এবং অজ্ঞতা” বলে অভিহিত করেছেন৷

ইরানির বক্তব্যের একটি ভিডিও সহ এক্স হ্যান্ডেলে শ্রীনাতে লিখেছেন,“আমি জানি না এর চেয়ে লজ্জাজনক কী – আপনার অজ্ঞতা বা আপনার অ-সংবেদনশীলতা এখানে প্রদর্শিত হচ্ছে? আপনি কি সত্যিই মনে করেন, গ্লোবাল হাঙ্গার ইনডেক্স গণনা করা হয় লোকেদের ডেকে তাদের জিজ্ঞাসা করে যে তারা ক্ষুধার্ত কিনা ?” শ্রীনাতে লিখেছেন, “আপনি ভারত সরকারের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী – আপনার কথা শুনে আমি আতঙ্কিত। সত্যি বলতে, আপনি  বিব্রত!” তিনি আরও বলেন, “মাননীয়া মন্ত্রী, একটি দেশের গ্লোবাল হাঙ্গার ইনডেক্স ৪ টি সূচকের উপর ভিত্তি করে হয়, “অপুষ্টি, শিশু স্টান্টিং, চাইল্ড ওয়েস্টিং এবং শিশু মৃত্যু। ” তিনি আরও বিস্তারিতভাবে চারটি এই চারটি কারণের প্রত্যেকটির অর্থ ব্যাখ্যা করেছেন। শিবসেনা(উদ্ধব গোষ্ঠী) নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদীও তার মন্তব্যের জন্য ইরানির নিন্দা করেছেন। চতুর্বেদী এক্স-এ লিখেছেন, “যদি অহংকার-এর কোনও মুখ থাকে, তাহলে সেটা হবে মাননীয়া মন্ত্রীজি।”

spot_img

Related articles

কলকাতা-লন্ডন বিমান ভাড়া কলকাতা-মুম্বইয়ের থেকে কম! হয়রানিতেও জুটল না বিশেষ ট্রেন

লক্ষ লক্ষ দেশবাসী গত ৭২ ঘণ্টার বেশি সময় ধরে দেশের নানা প্রান্তে বিপর্যস্ত। কারো বিয়ে, কারো পরীক্ষা আটকে...

বাংলাই দেখায় পথ: BLO মৃত্যুতে ক্ষতিপূরণের সিদ্ধান্তে বাধ্য হল কমিশন

বাংলায় মৃত্যু চার বিএলও-র। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৫ জন। গোটা দেশে ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে বিএলও...

চিহ্নিত ‘অযোগ্য’দের তালিকা, আদালতের নির্দেশে প্রকাশ এসএসসি-র

কলকাতা হাই কোর্টের নির্দেশে ফের এক তালিকা প্রকাশ এসএসসি-র। ২০১৬ এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় এসএলএসটি চাকরিপ্রার্থীদের মধ্যে ‘অযোগ্য’ চিহ্নিতদের...

কাজ করার সময়ই অসুস্থ BLO: হাসপাতালে ভর্তির সংখ্যা আরও বাড়ল

এসআইআর-এর সময় সীমা বাড়ানো হোক। এই দাবিতে রাজ্যের সিইও দফতরের সামনে লাগাতার আন্দোলনে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। যেভাবে...