Tuesday, August 26, 2025

আগামিকাল ভারত-নিউজিল‍্যান্ড ম‍্যাচ, কী বলছে ধর্মশালার আবহওয়া?

Date:

আগামিকাল বিশ্বকাপের পরবর্তী ম‍্যাচে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ধর্মশালায় হবে এই ম‍্যাচ। চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে ভারত। তবে পিছিয়ে নেই কিউইরাও। দুই দলই এখনও পর্যন্ত প্রতিযোগিতায় অপরাজিত এবং জিতেছে চারটি করে ম্যাচ। যে দলই জিতবে সেই চলে যাবে শীর্ষে। ফলে এই ম‍্যাচ যে হাড্ডাহাড্ডি হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। এই ম‍্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনাও তুঙ্গে। তবে এই ম‍্যাচে বাঁধ সাদতে পারে বৃষ্টি। কারণ আবহওয়া দফতরের খবর অনুযায়ী দ্বিতীয় ইনিংস চলাকালীন বৃষ্টি এসে ম্যাচে বিঘ্ন ঘটাতে পারে।

যানা যাচ্ছে, সন্ধে ৭টা নাগাদ ১৯ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর রাত ৯টায় তা বেড়ে হবে ২৪ শতাংশ। রাত ১০টায় তা বেড়ে হবে ৪৭ শতাংশ। এছাড়া, ম্যাচের পুরো সময়ই আকাশ মেঘলা থাকবে বলে আবহওয়া দফতরের খবর।

এদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে সর্তক ভারত অধিনায়ক। বাংলাদেশের বিরুদ্ধে জয়ের পর বিসিসিআই টিভি একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যাচ্ছে, শুভমন গিল প্রশ্ন করছেন রোহিতকে। বিশেষ করে তা আগামী নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে। গিল রোহিতকে প্রশ্ন করে বলেন, “সাংবাদিক সম্মেলনে কেউ একজন আমাকে বললেন আমরা ২০০৩ সালের পর বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কখনও আমরা জিততে পারিনি। শুভমনের প্রশ্নের উত্তরে রোহিত বলেন, ‘হ্যাঁ, ঠিক কথা। কিন্তু আমরা ভালো ক্রিকেট খেলছি এবং যতটা সম্ভব আমরা আমাদের দিক থেকে ভালো খেলার চেষ্টা করব। ফের রোহিতকে প্রশ্ন করেন গিল। তিনি বলেন, তাহলে আমরা সেই ধারা রবিবার পরিবর্তন করব?’ জবাবে রোহিত উত্তর দেন, দেখো, আমরা কখনও এমন ক্রিকেট খেলি না, যেখানে গ্যারান্টি দিয়ে খেলতে নামি। আমরা যখন মাঠে খেলতে নামি, তখন বর্তমান পরিস্থিতি কী থাকছে, তার পরিপ্রেক্ষিতে আমরা খেলি। আমরা খুব বেশি একটা এগিয়ে চিন্তা ভাবনা করি না। হ্যাঁ, আমরা অতীতে এই ভাবে কোনও ফল পাইনি।”

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version