Wednesday, May 7, 2025

আগামিকাল বিশ্বকাপের পরবর্তী ম‍্যাচে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ধর্মশালায় হবে এই ম‍্যাচ। চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে ভারত। তবে পিছিয়ে নেই কিউইরাও। দুই দলই এখনও পর্যন্ত প্রতিযোগিতায় অপরাজিত এবং জিতেছে চারটি করে ম্যাচ। যে দলই জিতবে সেই চলে যাবে শীর্ষে। ফলে এই ম‍্যাচ যে হাড্ডাহাড্ডি হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। এই ম‍্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনাও তুঙ্গে। তবে এই ম‍্যাচে বাঁধ সাদতে পারে বৃষ্টি। কারণ আবহওয়া দফতরের খবর অনুযায়ী দ্বিতীয় ইনিংস চলাকালীন বৃষ্টি এসে ম্যাচে বিঘ্ন ঘটাতে পারে।

যানা যাচ্ছে, সন্ধে ৭টা নাগাদ ১৯ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর রাত ৯টায় তা বেড়ে হবে ২৪ শতাংশ। রাত ১০টায় তা বেড়ে হবে ৪৭ শতাংশ। এছাড়া, ম্যাচের পুরো সময়ই আকাশ মেঘলা থাকবে বলে আবহওয়া দফতরের খবর।

এদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে সর্তক ভারত অধিনায়ক। বাংলাদেশের বিরুদ্ধে জয়ের পর বিসিসিআই টিভি একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যাচ্ছে, শুভমন গিল প্রশ্ন করছেন রোহিতকে। বিশেষ করে তা আগামী নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে। গিল রোহিতকে প্রশ্ন করে বলেন, “সাংবাদিক সম্মেলনে কেউ একজন আমাকে বললেন আমরা ২০০৩ সালের পর বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কখনও আমরা জিততে পারিনি। শুভমনের প্রশ্নের উত্তরে রোহিত বলেন, ‘হ্যাঁ, ঠিক কথা। কিন্তু আমরা ভালো ক্রিকেট খেলছি এবং যতটা সম্ভব আমরা আমাদের দিক থেকে ভালো খেলার চেষ্টা করব। ফের রোহিতকে প্রশ্ন করেন গিল। তিনি বলেন, তাহলে আমরা সেই ধারা রবিবার পরিবর্তন করব?’ জবাবে রোহিত উত্তর দেন, দেখো, আমরা কখনও এমন ক্রিকেট খেলি না, যেখানে গ্যারান্টি দিয়ে খেলতে নামি। আমরা যখন মাঠে খেলতে নামি, তখন বর্তমান পরিস্থিতি কী থাকছে, তার পরিপ্রেক্ষিতে আমরা খেলি। আমরা খুব বেশি একটা এগিয়ে চিন্তা ভাবনা করি না। হ্যাঁ, আমরা অতীতে এই ভাবে কোনও ফল পাইনি।”

Related articles

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...
Exit mobile version