Friday, November 14, 2025

বাবার চিকিৎসায় গাফিলতি ছিল মায়ের। বাবার মৃত্যুর জন্য তাই মা-কে দায়ী করতো ছেলে। কিন্তু তার এমন ভয়ঙ্কর পরিণতি হবে, সেটা আঁচ করা যায়নি। বছর সাতেক আগে বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে নিজের মা-কেই খুন করল ছেলে! শুধু তাই নয়, খুন ধামাচাপা দিতে আত্মহত্যার গল্প ফেঁদে ছিল সে। কিন্তু শেষরক্ষা হল না। মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে এই ঘটনার কিনারা করে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।

মৃতের নাম শ্যামলী শিকদার (৬২)। নোয়াপাড়ার ঘোষপাড়া রোডের বাসিন্দা। ষষ্ঠীর সকালে নোয়াপাড়া থানায় ফোন করে সৌরদীপ শিকদার নামে এক যুবক জানায় তাঁর মা আত্মহত্যা করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহিলার ঝুলন্ত দেহ দেখতে পায় । দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। তবে বেশ কিছু বিষয়ে সন্দেহ হয় পুলিশের। গলায় ফাঁস লাগানোর দড়ির মাপ এবং শরীরে কিছু চিহ্ন দেখে ওই মহিলাকে খুন করা হয়েছে বলেই অনুমান পুলিশের।

এরপর মৃতার ছেলেকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জেরার মুখে ভেঙে গিয়ে খুনের কথা স্বীকার করে অভিযুক্ত সৌরদীপ। মাকে খুন করে আত্মহত্যার তত্ত্ব সাজিয়েছে বলেই জানায় সে। কিন্তু খুনের মোটিভ কী? জেরায় সৌরদীপ জানায়, সাত-আট বছর আগে তার বাবার মৃত্যু হয়। বাবা অসুস্থ থাকা সত্ত্বেও মা সেভাবে গুরুত্ব দিয়ে চিকিৎসা করেনি। এছাড়া সম্পত্তি দিদিদের দিয়ে দেয় মা। সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত হওয়ার আক্রোশ থেকেই মাকে খুন করেছে সে।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version