Sunday, November 9, 2025

পুজো শেষে ঠাকুর দেখা, পুজো কার্নিভাল ঘিরে জেলায় জেলায় উন্মাদনা তুঙ্গে

Date:

শেষ হয়েও হইল না শেষ। বিজয়ার শেষে শুরু হয়েছে নিরঞ্জন। কৈলাসে পাড়ি দিয়েছেন উমা। কিন্তু এখনও বাকি পুজো শেষে ঠাকুর দেখা। এখন তো শহরের পাশাপাশি জেলাতেও শুরু হয়েছে পুজো কার্নিভাল। বাংলাজুড়ে তাই আরও কয়েকদিন পুজোর উন্মাদনা জারি থাকছে।

যেমন এ বছর পশ্চিম বর্ধমান জেলায় দুটি কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে। দুর্গাপুরে যেমন কার্নিভাল হবে, তেমন এ বছর প্রথমবার কার্নিভাল হবে আসানসোলেও। দুর্গাপুরে ওমেন্স কলেজের সামনে এ বছর কার্নিভালের মঞ্চ তৈরি করা হয়েছে। শহরের বড় ১৫টি পুজো বৃহস্পতিবার পুজোর কার্নিভালে অংশগ্রহণ করবে। এবার উত্তর ২৪ পরগনা জেলায় ৪টি জায়গায় দু’দিন ধরে কার্নিভালের আয়োজন করা হয়েছে। বুধবার বসিরহাটের ১০টি সেরা পুজোর প্রতিমা কার্নিভালে অংশ নেয়।

বৃহস্পতিবার বারাসাত, বারাকপুর ও পানিহাটিতে কার্নিভাল অনুষ্ঠিত হবে বিকেল ৪টায়। এছাড়া অশোকনগরেও পুজো কার্নিভাল অনুষ্ঠিত হবে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর উদ্যোগে। কার্নিভালের মুল অনুষ্ঠানটি হবে বারাসাতে। হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার চুঁচুড়ায় পূজো কার্নিভালে ১৮টি পূজো কমিটি অংশগ্রহণ করবে। পুলিশ মোতায়ন করা হয়েছে। থাকবে ড্রোন-সহ গঙ্গা বক্ষে মহিলা পুলিশের নজরদারিও। কার্নিভালের প্রস্তুতি ঘুরে দেখেন বিধায়ক অসিত মজুমদার।

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে কার্নিভাল ঘিরে প্রস্তুতি সারা জেলা প্রশাসন। বুধবার জেলায় কার্নিভালের প্রস্তুতি খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকরা। রায়গঞ্জ শহরের সুপার মার্কেট সংলগ্ন স্থানে মঞ্চ বাঁধা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন অভ্যাগতরা। ২৫টি পুজো কমিটি অংশগ্রহণ করবেন কার্নিভাল। বালুরঘাটে অনুষ্ঠিত হতে চলা দুর্গাপূজা কার্নিভালে অংশ নিতে চলেছে ১৮টি ক্লাব। কার্নিভাল ঘিরে ব্যাপক উন্মাদনা কোচবিহার জেলায়। ৩০টি প্রতিমা নিয়ে পুজো উদ্যোক্তারা কার্নিভালে অংশ নেবেন৷

আরও পড়ুন- গৈ.রিকিকরন: এবার মোদির ‘কাজের’ প্রচারে সরকারি আমলারা, স.রব বিরোধীরা

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version