Monday, August 25, 2025

পুজো শেষে ঠাকুর দেখা, পুজো কার্নিভাল ঘিরে জেলায় জেলায় উন্মাদনা তুঙ্গে

Date:

শেষ হয়েও হইল না শেষ। বিজয়ার শেষে শুরু হয়েছে নিরঞ্জন। কৈলাসে পাড়ি দিয়েছেন উমা। কিন্তু এখনও বাকি পুজো শেষে ঠাকুর দেখা। এখন তো শহরের পাশাপাশি জেলাতেও শুরু হয়েছে পুজো কার্নিভাল। বাংলাজুড়ে তাই আরও কয়েকদিন পুজোর উন্মাদনা জারি থাকছে।

যেমন এ বছর পশ্চিম বর্ধমান জেলায় দুটি কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে। দুর্গাপুরে যেমন কার্নিভাল হবে, তেমন এ বছর প্রথমবার কার্নিভাল হবে আসানসোলেও। দুর্গাপুরে ওমেন্স কলেজের সামনে এ বছর কার্নিভালের মঞ্চ তৈরি করা হয়েছে। শহরের বড় ১৫টি পুজো বৃহস্পতিবার পুজোর কার্নিভালে অংশগ্রহণ করবে। এবার উত্তর ২৪ পরগনা জেলায় ৪টি জায়গায় দু’দিন ধরে কার্নিভালের আয়োজন করা হয়েছে। বুধবার বসিরহাটের ১০টি সেরা পুজোর প্রতিমা কার্নিভালে অংশ নেয়।

বৃহস্পতিবার বারাসাত, বারাকপুর ও পানিহাটিতে কার্নিভাল অনুষ্ঠিত হবে বিকেল ৪টায়। এছাড়া অশোকনগরেও পুজো কার্নিভাল অনুষ্ঠিত হবে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর উদ্যোগে। কার্নিভালের মুল অনুষ্ঠানটি হবে বারাসাতে। হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার চুঁচুড়ায় পূজো কার্নিভালে ১৮টি পূজো কমিটি অংশগ্রহণ করবে। পুলিশ মোতায়ন করা হয়েছে। থাকবে ড্রোন-সহ গঙ্গা বক্ষে মহিলা পুলিশের নজরদারিও। কার্নিভালের প্রস্তুতি ঘুরে দেখেন বিধায়ক অসিত মজুমদার।

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে কার্নিভাল ঘিরে প্রস্তুতি সারা জেলা প্রশাসন। বুধবার জেলায় কার্নিভালের প্রস্তুতি খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকরা। রায়গঞ্জ শহরের সুপার মার্কেট সংলগ্ন স্থানে মঞ্চ বাঁধা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন অভ্যাগতরা। ২৫টি পুজো কমিটি অংশগ্রহণ করবেন কার্নিভাল। বালুরঘাটে অনুষ্ঠিত হতে চলা দুর্গাপূজা কার্নিভালে অংশ নিতে চলেছে ১৮টি ক্লাব। কার্নিভাল ঘিরে ব্যাপক উন্মাদনা কোচবিহার জেলায়। ৩০টি প্রতিমা নিয়ে পুজো উদ্যোক্তারা কার্নিভালে অংশ নেবেন৷

আরও পড়ুন- গৈ.রিকিকরন: এবার মোদির ‘কাজের’ প্রচারে সরকারি আমলারা, স.রব বিরোধীরা

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version