Thursday, August 21, 2025

পুজোর আগে ১০০ দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আন্দোলন নেমেছিল তৃণমূল। নেতৃত্ব দিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি বুকে যে আন্দোলন শুরু হয়েছিল, তা কলকাতাতেও আছড়ে পড়ে। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের দাবি নিয়ে রাজভবনের নর্থ গেটের অদূরে মঞ্চ বেঁধে ধর্ণা কর্মসূচি নিয়েছিলেন অভিষেক। রাজ্যপাল দেখে করার পর গত ৯ অক্টোবর পাঁচদিনের ধর্না কর্মসূচিতে ইতি টেনেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

তবে সেইদিনই অভিষেক ঘোষণা করেছিলেন, ১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আন্দোলনের এটাই শেষ নয়, ১ নভেম্বর থেকে ফের কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে লাগাতার আন্দোলন করার হুঁশিয়ারি ওই দিনই দিয়ে রেখেছিলেন তিনি। হুঁশিয়ারির সুরে অভিষেক জানিয়েছিলেন, “২ মাস পর ৫০ হাজার লোক যাবে দিল্লিতে। পারলে আটকে দেখিও। ট্রেলারটা দেখালাম। পিকচার আভি বাকি হ্যায়!”

অসমর্থিত সূত্রের খবর, পুজো শেষেই কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনকে আরও তীব্র করার পরিকল্পনা নিয়েছে তৃণমূল। লক্ষ্মী পুজোর পর থেকেই অর্থাৎ ১ নভেম্বর থেকে রাজ্যের ২৯৪টি বিধানসভা এলাকাতেই ফের কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আন্দোলন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আরও বেশি মানুষকে সংঘটিত এই উদ্যোগ।

আরও পড়ুন- মানা হয়নি আইন! কোটি কোটি টাকার সিগারেট পো.ড়ানো হবে দিল্লিতে

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version