Monday, May 5, 2025

ইংল‍্যান্ডের বিরুদ্ধে কি খেলবেন হার্দিক পান্ডিয়া? এই প্রশ্নই ঘোরাফেরা করছে ক্রিকেটপ্রেমীদের মনে। আর সূত্রের খবর, ইংল‍্যান্ড এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নাও পারেন। জানা যাচ্ছে, ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম‍্যাচে ফিরতে পারেন হার্দিক। যদিও এই নিয়ে বিসিসিআইয়ের তরফ থেকে জানান হয়নি। বাংলাদেশের বিরুদ্ধে চোট পাওয়ায় পর বলা হয়েছিল ইংল‍্যান্ড ম‍্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন হার্দিক।

সূত্রের খবর, হার্দিককে নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নয় ভারতীয় দল। সম্পূর্ণ সুস্থ হওয়ার পরেই সহ-অধিনায়ককে খেলানোর পরিকল্পনা। পর পর পাঁচটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসী দল।সেমিফাইনালে উঠতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় রোহিত শর্মাদের। তাই হার্দিকের জন্য অপেক্ষা করতে রাজি টিম ম‍্যানেজমেন্ট। বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে চোট পান ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সঙ্গে সঙ্গেই মাঠ ছেড়ে বেড়িয়ে যান হার্দিক। নিয়ে যাওয়া হয় স্ক‍্যান করতে। নবম ওভারে বল করার সময় চোট পান হার্দিক। বল করার পর লিটন দাসের স্ট্রেট ড্রাইভ পা দিয়ে ঠেকাতে যান হার্দিক। সেই সময়ই পায়ের চোট লাগে ভারতীয় অলরাউন্ডারের। মাঠের মধ্যেই বেশ কিছুটা সময় চিকিৎসা চলে তাঁর। মাঠের বাইরে নিয়ে যেতে হয়। অষ্টম ওভারের তৃতীয় বল করার সময় চোট পান হার্দিক। শেষ তিন বল করতে গিয়েও সমস্যায় পড়েন হার্দিক। শেষ তিন বল করতে হয় বিরাট কোহলিকে। এরপরই বিসিসিআইয়ের তরফ থেকে জানান হয়, “চোটের পর হার্দিককে স্ক‍্যান করানো হয়। স্ক‍্যানের পর হার্দিককে বিশ্রামে পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। হার্দিককে দেখাশোনার দায়িত্ব রয়েছে বিসিসিআইয়ে চিকিৎসক দল। দলের সঙ্গে ধর্মশালাতে যাচ্ছেন না হার্দিক। তিনি সোজা যোগ দেবেন লখনৌতে। ইংল‍্যান্ড ম‍্যাচের আগে।” যদিও এখন জানা যাচ্ছে লখনৌতেও যোগ দেবেন না তিনি।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version