Saturday, November 8, 2025

চলন্ত ট্রেনে না.বালিকাকে যৌ.ন হে.নস্থার অভিযোগ! ফের প্রশ্নের মুখে রাজধানী এক্সপ্রেসের নিরাপত্তা

Date:

রাজধানী এক্সপ্রেসে (Tejas Express) এক নাবালিকাকে যৌন হেনস্থার (Women Assault) অভিযোগ উঠল সহযাত্রীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে অভিযোগ পেতেই যুবককে গ্রেফতার করেছে রেল পুলিশ (Rail Police)। ঘটনায় ফের রাজধানী এক্সপ্রেসের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। বুধবার ভুবনেশ্বর থেকে দিল্লিগামী তেজস রাজধানী এক্সপ্রেসে হিজলি থেকে নিজের স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে বি থ্রি কোচে ওঠেন দিল্লিতে বেসরকারি সংস্থার এক কর্মী। অভিযোগ, ওই কোচেই সফর করছিলেন অভিযুক্ত যাত্রী। টিকিট কনফার্ম না থাকা সত্ত্বেও অভিযুক্ত তেজস রাজধানীর মতো অভিজাত ট্রেনে কীভাবে সফর করছিল তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে।

বুধবার ট্রেন মুঘলসরাই পেরোতেই কোচের যাত্রীরা যখন সবাই ঘুমোচ্ছিলেন সেই সময় ওই ব্যক্তি নাবালিকার সিটের কাছে গিয়ে যৌন হেনস্থা করে বলে অভিযোগ। পরে মেয়েটির চিৎকারে সহযাত্রীদের ঘুম ভাঙে। ছুটে আসেন রেলের প্যান্ট্রি কর্মী, টিটি ও পুলিশ কর্মীরা। তাঁরাই অভিযুক্তকে কোচের মধ্যে আটক করে রাখেন। এরপর কানপুরে রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে কানপুর স্টেশনে রেল পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়।

ইতিমধ্যে, নাবালিকার পরিবারের তরফে রেল পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। এদিকে ঘটনায় অভিযুক্তর কঠোর শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার। নির্যাতিতা মা জানান, আমরা ট্রেনে শুয়ে ছিলাম। লোকটা বাথরুম থেকে বেরিয়ে আমার মেয়ের কাছে যায়। তারপর আমরা ওকে জিজ্ঞাসা করি কী হয়েছে। তখন মেয়ে জানায় লোকটা তার শরীরের খারাপ জায়গায় হাত দিয়েছে। সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে খবর দিই।

 

 

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version