Sunday, November 9, 2025

পুজো মিটতেই ফুল বদল, অভিষেকের হাত ধরে পদ্ম ছেড়ে ঘাসফুলে বিজেপি বিধায়ক

Date:

এখনও পুজোর রেশ কাটেনি। কিন্তু বিজয়া মিটতে না মিটতেই ফুলবদল করলেন বাঁকুড়া কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন তিনি। তাঁর দলবদলের জল্পনা চলছিল, অবশেষে বৃহস্পতিবার জল্পনা সত্যি করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে বিজেপি ত্যাগ করে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন। বিজেপি বিধায়ককে দলে স্বাগত জানিয়ে উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

বিজেপি বিধায়কের দলে যোগদানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তৃণমূলের তরফে বলা হয়, ”সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বাঁকুড়া কোতলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার আমাদের হাত ধরলেন। এই পদক্ষেপ জনস্বার্থ ও মা-মাটি-মানুষের কাজ করার জন্য ইতিবাচক। তৃণমূল কংগ্রেস পরিবারে আমরা তাঁকে স্বাগত জানাই। আমরা বাংলার উন্নয়ন করতে বদ্ধপরিকর। আমরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে বাংলার উন্নয়নের জন্য কাজ করব।”

উল্লেখ্য, এই প্রথম নয়, একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে একের পর এক বিজেপি বিধায়ক দলবদল করে তৃণমূলে নাম লিখিয়েছেন। অনেক সাংসদ বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছেন। এবার সেই তালিকায় নয়া সংযোজন কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার। চব্বিশের লোকসভা ভোটের আগে যা গেরুয়া শিবিরের জন্য বড় ধাক্কা, তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন:পুজোতে চুটিয়ে ব্যবসা করল কলকাতা মেট্রো, পাঁচ দিনেই কোটিপতি!

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version