Monday, August 25, 2025

রেড রোড কার্নিভ্যালে ৯৬টি পুরস্কার প্রাপ্ত ঠাকুর দেখতে উপচে পড়েছে ভিড়

Date:

অবশেষে শেষ হতে চলেছে বাঙালির দুর্গোৎসব। শুক্রবার রেড রোড কার্নিভ্যালের মাধ্যমে বাঙালির মেগা উৎসব এবছরের মতো শেষ হতে চলেছে। একসঙ্গে ৯৬টি পুরস্কার প্রাপ্ত ঠাকুর দেখা যাবে এখানে। এই কার্নিভ্যাল দেখতে কলকাতায় উপস্থিত হয়েছে প্রচুর বিদেশি দর্শকও। এসেছেন জেলা থেকেও প্রচুর মানুষ। উপস্থিত রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু এই উৎসব শেষের ভাঙা হাটে শহরবাসীর একাংশের মনে আনন্দ নেই। দশমীর পর থেকে খুলে গিয়েছে অফিস। চাইলেও উৎসবের পড়ে পাওয়া ষোলো আনা আনন্দ চেটেপুটে উপভোগ করা সম্ভব হচ্ছে না। কারণ- কার্নিভ্যাল উপলক্ষে এদিন বন্ধ রয়েছে একাধিক রাস্তা।

রেড রোডে দুর্গা পুজোর কার্নিভ্যাল উপলক্ষে শহরবাসীর জন্য বিশেষ নির্দেশিকা আগেই প্রকাশ করেছে লালবাজার। এদিন বেলা চারটে থেকে রেড রোডে শুরু হয়েছে দুর্গাপুজোর কার্নিভ্যাল। সেখানে অংশ গ্রহণ করছে ৯৬টি পুজো। এই উপলক্ষে রেড রোডে বৃহস্পতিবার রাত ৯ টা থেকে বন্ধ রয়েছে যান চলাচল। সকালে খোলা থাকলেও দুপুর ২টো থেকে রাত ১০টা অথবা অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত বন্ধ থাকবে রেড রোডের সংযোগকারী সমস্ত রাস্তা। বন্ধ থাকবে কুইন’স ওয়ে, লাভার্স লেন, এসপ্লানেড রোড, পলাশি গেট রোড সহ স্ট্র্যান্ড রোডও থাকবে বন্ধ। যাতায়াতের জন্য খোলা থাকবে জওহরলাল নেহেরু রোড।সামনা সামনি একসঙ্গে সমস্ত পুরস্কার প্রাপ্ত ঠাকুরকে একত্রে দেখতে কার্নিভ্যালে ভিড় করেছেন কয়েক হাজার মানুষ।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version