১৮ ঘণ্টা পার, এখনও জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতেই ইডি আধিকারিকরা!

দ্বাদশীর সকালে শহরের ঘুম ঠিক মতো ভাঙার আগেই বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) আধিকারিকরা। মধ্যরাতেও চলছে তল্লাশি। ঘড়ির কাঁটা বলছে প্রায় ১৮ ঘণ্টা পেরিয়ে গেল কিন্তু এখনও মন্ত্রীর বাড়ি থেকে বেরোতে দেখা গেল না কেন্দ্রীয় আধিকারিকদের। জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) সল্টলেকের জোড়া ফ্ল্যাটে তল্লাশির পাশাপাশি আমহার্স্ট স্ট্রিটের বেনিয়াটোলা লেনে মন্ত্রীর পৈতৃক বাড়িতেও হাজির হয় কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। সেখানেও চলে তল্লাশি অভিযান। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা নাগাদ দু’টি গাড়িতে চেপে ১০ থেকে ১১ জন জওয়ান আসেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রীর বাড়িতে।

এদিন কেন্দ্রীয় এজেন্সির তরফে একটি দল পৌঁছে যায় মন্ত্রীর আপ্তসহায়কের নাগেরবাজারের বাড়িতে। ইডির (ED) অপর একটি দল বেলেঘাটায় মন্ত্রীর আপ্তসহায়ক অমিতে দে- এর বন্ধু রনির বাড়িতেও হানা দেয়। হাওড়া ইছাপুর এলাকাতেও জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ অভিজিৎ দাসের বাড়িতেও ইডি-র হানা। এখানেই শেষ নয় মন্ত্রীর চার্টার্ড অ্যাকাউন্টের বাড়িতেও পৌঁছে যান গোয়েন্দারা। সকাল গড়িয়ে, দুপুর পেরিয়ে, সন্ধ্যা কাটিয়ে মধ্যরাতেও চলছে তল্লাশি অভিযান। এক যোগে প্রায় আটটি জায়গায় চলছে তল্লাশি অভিযান। এখনও পর্যন্ত এই অভিযান থেকে কী কী তথ্য পাওয়া গেল তা নিয়ে কোনও মন্তব্য করেননি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর আধিকারিকরা। রাত পোহালেই যেখানে দুর্গাপুজো কার্নিভালের মতো বড় অনুষ্ঠান, তার আগেই এভাবে সারাদিন রাত ধরে অসুস্থ জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দাদের অভিযানকে ভাল চোখে দেখছে না তৃণমূল কংগ্রেস।