হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর ছেলে হীরকজ্যোতি

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল কোচবিহারের তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ অধিকারীর ছেলে হীরক জ্যোতি অধিকারীর। হীরক জ্যোতি নিজেও একজন চিকিৎসক। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবারে।

জানা গিয়েছে, এদিন মেখলিগঞ্জের বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন বিধায়ক পুত্র। মেখলিগঞ্জ তৃণমূল কংগ্রেস নেতা লক্ষীকান্ত সরকার জানান, সকালে পরেশ অধিকারীর সঙ্গেই ছিলেন তার ছেলে। আচমকাই হৃদরোগে আক্রান্ত হন হীরক। এরপর গুরুতরভাবে অসুস্থ অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় মেখলিগঞ্জ হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়েছেন পরেশ অধিকারী পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রামবাসীরা।

মেখলিগঞ্জে বিধানসভা নির্বাচনে বাবা পরেশ অধিকারীর সঙ্গে সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেস করতেন তাঁর ছেলে হীরক। দলের বিভিন্ন মিটিং মিছিলে সক্রিয়ভাবে অংশ নিতেন তিনি। ছেলের আচমকা মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক। ঘটনার কথা জানার পর সকাল থেকে বিধায়কের বাড়ির সামনে ভিড় করেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা।