সমুদ্রে মাছ ধরতে জীবন কাটে যাদের তাদের কথা তুলে ধরতে ৭৯ তম বর্ষে উত্তর কলকাতার রামমোহন সম্মেলনীর এবারের থিম ছিল ‘সাগর কন্যা’। সাগরই জীবন তাদের , বেঁচে থাকার আশা ভরসা। কেননা তার স্বামী যে মৎস্যজীবী। গভীর সমুদ্রে মাছ ধরাই যে তার জীবিকা। পরিবারের দিন কাটে চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে। সাংসারিক অপূর্ণতা আর সামাজিক অনিশ্চয়তা নিয়ে জীবন কেটে যায় সাগর কন্যার।
বর্তমানে রাজ্য সরকার অনেক প্রকল্প নিয়ে এসেছে। তাদের জীবনের উন্নয়নে সেই প্রকল্পের ছাপ এবার রামমোহন সম্মেলনী ফুটিয়ে তুলেছে তাদের সাগর কন্যায়।
আরও পড়ুন- ৩ মিনিটেই শেষ সংসদীয় কমিটির বৈঠক! দ.ণ্ড সংহিতা বিল নিয়ে আপত্তি ইন্ডিয়া জোটের
রেড রোডের কার্নিভালে অংশ নিয়ে ‘দে দোল দোল’ গানের সঙ্গে দুরন্ত পারফর্ম করেছেন অংশগ্রহণকারী নৃত্যশিল্পীরা। এরপর মুখ্যমন্ত্রী মঞ্চে থাকা সকলকে সঙ্গে নিয়ে শিল্পীদের হাত থেকে প্রতীকী দাঁড় হাতে তুলে নেন।