আবহাওয়ার ‘খামখেয়ালিপনায়’ ভেস্তে যেতে পারে কার্নিভ্যাল? বড় আপডেট হাওয়া অফিসের

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাতদিন দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। কিছু জেলায় মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ থাকবে।

শুক্রবারই রেড রোডে (Red Road) দুর্গাপুজোর কার্নিভ্যাল (Durga Puja Carnival)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে শহরের পাশাপাশি শহরতলির প্রচুর মানুষ রেড রোডে ভিড় জমাবেন। দুর্গাপুজোর কার্নিভ্যাল নিয়ে এখন উন্মাদনা তুঙ্গে। কিন্তু আবহাওয়ার ‘খামখেয়ালিপনায়’ কি ভেস্তে যেতে পারে রাজ্যবাসীর কার্নিভ্যাল দেখার প্ল্যান? শুক্রবার কেমন থাকবে কলকাতার (Kolkata Weather) আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন মোটের উপর পরিষ্কার থাকবে আকাশ। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

এদিকে নবমী-দশমীর দিন বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও পুজোর মধ্যে বাঙালিকে হয়রান হতে হয়নি। নবমী-দশমীতে নামমাত্র বৃষ্টিতে ভিজেছিল বাংলা। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাতদিন দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। কিছু জেলায় মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে আগামী ৭২ ঘন্টায় তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই।

পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১,৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।