Sunday, May 4, 2025

প্যালেস্টাইনের সশস্ত্র সংগঠন হামাসের সমর্থনে জনসভা করা হলো কেরলে। ভার্চুয়ালি এই জনসভায় বক্তব্য রাখতে দেখা কেন হামাসের প্রথম সারির নেতা খালেদ মাশালকে। শুক্রবার রাতে এই জনসভা আয়োজিত হয় কেরলের সংখ্যালঘু অধ্যুষিত মলাপ্পুরম জেলায়। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্বাভাবিক ভাবেই জাতীয় রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে।

একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, জামাত-ই-ইসলামির যুব শাখা ‘সলিডারিটি ইউথ মুভমেন্ট’ ওই সভার আয়োজন করেছিল। অভিযোগ, ‘সেভ প্যালেস্টাইন’ শীর্ষক ওই সভায় খোলাখুলি ইজরালের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচার চালানো হয়। যে হামাস নেতা এই সভায় বক্তব্য রাখেন সেই খালেদ মাশাল হামাসের সর্বোচ্চ নীতি নির্ধারক মঞ্চ ‘পলিটিক্যাল ব্যুরো’র চেয়ারম্যান। ইজরায়েলে মাটিতে একাধিক হামলায় জড়িত এই ব্যক্তি। কেরলে হামাস নেতার সভার খবর প্রকাশ্যে আসার পর বাম শাসিত কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। কেরলের বিজেপি সভাপতি সভাপতি কে সুরেন্দ্রন শনিবার বলেন, “মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সরকার কী ভাবে হামাসের মতো একটি জঙ্গি গোষ্ঠীর সমর্থনে জনসভার আয়োজন করতে অনুমতি দিল? অবিলম্বে আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে পুলিশকে।”

অবশ্য এই ঘটনা প্রথমবার নয়, কেরলের প্রধান বিরোধী দল কংগ্রেসের সহযোগী ‘ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ’ (আইইউএমএল) কোঝিকোড় জেলায় হামাসের সমর্থনে মিছিল করেছে বলেও অভিযোগ তুলেছে বিজেপি। প্রসঙ্গত, প্যালেস্টাইনের সমর্থনে কেরলে ইতিমধ্যে বেশ কয়েকটি কর্মসূচি পালন করেছে আইইউএমএল। একটি সভায় কংগ্রেস সাংসদ শশী থারুরও হাজির ছিলেন। কিন্তু হামাসের সমর্থনে সভায় কোনও প্রচার হয়নি বলে আইইউএমএল নেতৃত্বের দাবি।

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version