Friday, August 22, 2025

অর্থাভাবে পুজো বন্ধের পরিস্থিতি! লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় ধনদেবীর আরাধনায় গ্রামের মহিলারা

Date:

দুর্গাপুজোর ছবি লক্ষ্মী পুজোতেও। দুর্গাপুজোর আমরা দেখে ছিলাম, দক্ষিণ ২৪ পরগনার একটি গ্রামের মহিলারা প্রথমবারের জন্য উমা আরাধনা করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের জমানো টাকায়। এবার মা লক্ষ্মীর পুজোর আয়োজন হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আসা অর্থে।

গলসির মানকরে এলাকার প্রাচীন লক্ষ্মীপুজোর ব্যয়ভার নিজেদের কাঁধে তুলে নিয়েছেন গ্রামের মহিলারা। তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া লক্ষ্মীর ভাণ্ডারের জমানো টাকা থেকে পুজোর সম্পূর্ণ ব্যয়ভার বহন করছেন।

এ প্রসঙ্গে পুজো কমিটির প্রধান উদ্যোক্তা চায়না হালদার বলেন, “মানকর অন্নপূর্ণা তলার এই পুজো ৪০ বছরের পুরনো। একটা সময়ে অর্থের অভাবে পুজো বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে পাড়ার মহিলারা দায়িত্ব নিয়ে পুজো শুরু করি। এখন লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ পাওয়ায় পুজোর খরচে সুবিধা হয়েছে।”

উল্লেখ্য, একসময় এখানে ধুমধাম করে পুজোর আয়োজন করা হতো। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বাইরে থেকে যাত্রা দল আসত। এখন সেসব অতীত। তবে চায়না হালদার, রিমা হালদার, ঝিনুক বাগরা পুজো বন্ধ হতে দেননি। প্রায় ২০ জনেরও বেশি মহিলা সদস্য মিলে পুজো চালু রেখেছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, “পুজো বন্ধের পরিস্থিতি দেখে আমরা সকলে মহিলাদের দায়িত্ব নিতে অনুরোধ করেছিলাম। পুজোর বাজেট থেকে পুজোর আয়োজন, সমস্ত কিছু মেয়েরাই করে। নির্দিষ্ট কুপনের বিনিময়ে দেবীর ভোগ খাওয়ানো হয়। এখন আর বাজেট নিয়ে চিন্তা করতে হয় না। কারণ, সারা বছর গ্রামের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমানো থাকে। সেই টাকা দিয়েই জমকালো পুজোর আয়োজন করা হয়।”

Related articles

এখনও নিখোঁজ সন্তান-সহ রুশ বধূ! ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে দায়ের FIR

এখনও নিখোঁজ রুশ বধূ ও তাঁর শিশু সন্তান। রুশ (Russian) প্রশাসন মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের আধিকারিকদের কাছে জানিয়েছে,...

নর্থইস্টের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন কিবু

রাত পোহালেই ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালের লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়েই চলছে জোর...

সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের: ভোটার তালিকায় নাম জুড়তে বড় ঘোষণা

বিহার নির্বাচনের আগে ৬৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন (Election Commission),...

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...
Exit mobile version