Thursday, August 28, 2025

হামাস জঙ্গি নয়, প্যালেস্টাইনের স্বাধীনতার লক্ষ্যে লড়ছে: বার্তা তুরস্কের প্রেসিডেন্টের

Date:

হামাসের যোদ্ধা প্যালেস্টাইনের স্বাধীনতা সংগ্রামী। তারা কোন সন্ত্রাসবাদী নয়। স্পষ্ট ভাষায় বুধবার এমনটাই জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এর্ডোগান। কোনরকম রাখঢাক না রেখে সরাসরি হামাসের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, “হামাস কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী নয়, প্যালেস্টিনীয় স্বাধীনতাপন্থীদের সংগঠন। তাঁরা প্যালেস্টিনীয় ভূখণ্ড এবং নাগরিকদের রক্ষার জন্য যুদ্ধ করছে।” তুরস্কের ক্ষমতাসীন ‘জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি’-র পার্লামেন্ট সদস্যদের সভায় এর্ডোগান অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির পক্ষে সওয়াল করেন। তিনি বলেন, “প্যালেস্টাইনে শান্তি ফেরাতে অবিলম্বে মুসলিম বিশ্বকে একজোট হতে হবে।”

নিজের বক্তব্যে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, “গাজায় ইজরায়েল নির্বিচারে হামলা চালাচ্ছে। নারী এবং শিশুদের মৃত্যু হচ্ছে। আর পশ্চিমী দেশগুলি ইজরায়েলের জন্য চোখের জল ফেলছে।’’ উল্লেখ্য, ৭ অক্টোবর ভোরে গাজা থেকে ইজরায়েল ভূখণ্ডে হামলার পরে প্রথম হামাসের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিল ইরান। এ বার পশ্চিম এশিয়ার আর এক দেশকে প্রকাশ্যে পাশে পেল প্যালেস্টিনীয় সশস্ত্র গোষ্ঠী হামাস। শুধু তাই নয়, আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর অন্যতম সদস্য তুরস্ক। তাদের তরফে এভাবে সরাসরি হামাসের দাঁড়ানোয় অস্বস্তিতে পশ্চিমি দেশগুলি। অবশ্য ও শুধু হামাস নয়, গত মাসে রাষ্ট্রপুঞ্জের ৭৮ তম বার্ষিক সাধারণ সভায় এর্ডোগান কাশ্মীর প্রসঙ্গে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন। তিনি বলেছিলেন, “দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক শান্তি, সুস্থিতি, সমৃদ্ধি তখনই প্রতিষ্ঠা করা যাবে যখন কাশ্মীরে স্থায়ী শান্তির পরিবেশ তৈরি করা যাবে।”

Related articles

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...
Exit mobile version