Saturday, November 8, 2025

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পাওয়ায় খেলতে পারছেন না হার্দিক পান্ডিয়া। এবাবের বিশ্বকাপে তিনি কি ফিরতে পারবেন ভারতীয় দলে? তা নিয়ে জল্পনা চলছে। এর মধ্যেই বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ভাল খবর চলে এল ভারতীয় দলের জন্য। সূত্রের খবর, শনিবার থেকে হার্দিক দৌড় শুরু করবেন হার্দিক। গোড়ালির চোট কাটিয়ে উঠছেন তিনি।

গ্রুপের শেষ ম্যাচে ভারত খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। মনে করা হচ্ছে সেই ম্যাচে দেখা যেতে পারে হার্দিককে। তার আগে তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা প্রায় নেই। রবিবার ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে। এরপর টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ম্যাচটি হবে মুম্বই-এর ওয়াংখেড়ে স্টেডিয়ামে। কলকাতায় রোহিতরা খেলবেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এরপরেই গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নেদারল্যান্ডস। মনে করা হচ্ছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ওই ম্যাচ থেকেই ফেরানো হবে হার্দিককে।

টানা পাঁচ ম্যাচ জিতে নক-আউট পর্বে ওঠা তো প্রায় নিশ্চিতই হয়ে গিয়েছে ভারতের। অযথা ঝুঁকি নেবে কেন টিম ইন্ডিয়া? নেদারল্যান্ডস ম্যাচে নামালে অপেক্ষাকত কম চাপের মধ্যে হার্দিক সেমিফাইনাল, ফাইনাল যুদ্ধের জন্য তৈরি হতে পারবেন। গ্রুপ পর্বের বাকি ক’টা ম্যাচের চেয়েও অনেক বেশি করে তাঁকে দরকার পড়বে নক-আউটে।

হার্দিক গোড়ালিতে গ্রেড ১ লিগামেন্ট টিয়ার হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে বল করার পর লিটন দাসের স্ট্রেট ড্রাইভ পা দিয়ে ঠেকাতে যান হার্দিক। সেই সময়ই পায়ের চোট লাগে। মাঠের মধ্যেই বেশ কিছুটা সময় চিকিৎসা চলে তাঁর। মাঠের বাইরে নিয়ে যেতে হয়। অষ্টম ওভারের তৃতীয় বল করার সময় চোট পান। যদিও এরপর শেষ তিন বল করতে গিয়েও সমস্যায় পড়েন হার্দিক। শেষ তিন বল করতে হয় বিরাট কোহলিকে।

আরও পড়ুন:ইডেনে বিশ্বকাপের প্রথম ম‍্যাচে ফাঁকা গ‍্যালারি, লোক টানতে ব‍্যর্থ ক্রিকেটের নন্দনকানন

 

Related articles

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...
Exit mobile version