Sunday, May 4, 2025

আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে ৩৭ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। রবিবার তাদের গ্রেফতারের পাশাপাশি পাঁচটি নৌকো বাজেয়াপ্ত করা হয়েছে। এদিকে সতীর্থ মৎস্যজীবীদের মুক্তির দাবিতে তামিলনাড়ুর রামেশ্বরমের মৎস্যজীবী সমিতির সদস্যরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন।

জানা গিয়েছে, শ্রীলঙ্কার জলসীমানায় চিনা নৌবাহিনীর একটি গুপ্তচর জাহাজ নোঙর করার পর নৌবাহিনী টহল জোরদার করা হয়েছে। শ্রীলঙ্কার নৌবাহিনীর একাধিক দল রামেশ্বরমের ২৩ জন ভারতীয় জেলেকে ঘিরে ফেলে যারা থালাইমান্নারের কাছে মাছ ধরছিল। এরপর তাদের গ্রেফতার করা হয় এবং থালাইমান্নার নেভি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। তাদের ৫টি নৌকা বাজেয়াপ্ত করা হয়।

অন্য একটি ঘটনায়, নেদুনথিভুর কাছে ১৪ জন মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের দুটি নৌকা বাজেয়াপ্ত করা হয়েছে। এরপর তাদের মায়িলাট্টি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। ১৪ অক্টোবর থেকে, শ্রীলঙ্কার নৌবাহিনী পৃথক ঘটনায় মোট ৬৪ জন মৎস্যজীবীকে গ্রেফতার করেছে এবং ১০টি নৌকা আটক করেছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন শনিবার কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখেছেন। মালদ্বীপ উপকূল রক্ষীদের দ্বারা আটক ১২ জন মৎস্যজীবী এবং তাদের মাছ ধরার নৌকাগুলিকে মুক্তি দেওয়ার জন্য তাকে অনুরোধ করেছেন।চিঠিতে স্ট্যালিন উল্লেখ করেছেন যে থুথুকুডি জেলা থেকে ১ অক্টোবর মাছ ধরার জন্য রওনা হওয়ার পরে ২৩ অক্টোবর মৎস্যজীবীদের আটক করা হয়েছিল। এরপরেই জয়শঙ্করকে তাদের মুক্তি নিশ্চিত করতে মালদ্বীপ কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে যাওয়ার অনুরোধ করেছেন তিনি।

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version