Sunday, May 4, 2025

কলকাতায় বিজেপির অমৃত কলস যাত্রার কর্মসূচি নিয়ে কটাক্ষ তৃণমূল নেতৃত্বের। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের উত্তরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, কলকাতা থেকে মাটি নিয়ে যেতে হবে না বাংলার মাটি পবিত্র মাটি, সেটা ছুঁয়ে যদি পূন্য করতে হয় , তার আগে বাংলার পাওনা টাকাটা দিন তারপর বাংলার মাটি নিয়ে যাবেন। বাংলা থেকে শুধু মাটি নিয়ে যাবেন তা তো হয় না, বাংলার প্রাপ্য টাকাটা দিন।

তাঁর কটাক্ষ, বাংলা থেকে শুধু মাটি নয় মাটির নাম করে হাজার হাজার কোটি টাকা ট্যাক্স নিচ্ছেন। সেখানে বাংলার শেয়ারটা আড়াল করছেন কেন? এসব লোক দেখানো মাটির নাটক । বাংলায় মা মাটি মানুষের সরকার আছে। এসব মাটির নাটক পরে হবে, আগে বাংলার টাকা বাংলাকে ফেরত দাও, ফের দাবি তুলেন কুণাল।
তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব থেকে নজর ঘোরাতেই মাটির নাটক করা হচ্ছে। দিলীপ ঘোষ তো নিজেই বলেছেন, বাংলায় বিজেপি কোন জায়গায় দাঁড়িয়ে, কোনও দিন জিততে পারবে না।প্রসঙ্গত, রবিবার কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছিল বিজেপির ‘আমার মাটি আমার দেশ’ কর্মসূচি। বঙ্গ বিজেপির দাবি, এই মাটি নিয়ে বিভিন্ন ব্লকের নেতা, কর্মীরা আজই দিল্লি রওনা হচ্ছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে আনা মাটি দিয়েই তৈরি হবে দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের অমৃত উদ্যান।

Related articles

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...
Exit mobile version