Wednesday, November 12, 2025

ব্যবসা বাড়ছে কলকাতায়, চমকে দেবে আন্তর্জাতিক সমীক্ষার রিপোর্ট!

Date:

কলকাতায় (Kolkata) বাড়ছে ব্যবসা করার প্রবণতা। আন্তর্জাতিক সমীক্ষা (International survey) বলছে বাণিজ্যিক কাজে ব্যবহার করার জন্য এই শহরে জায়গা নেওয়ার প্রবণতা বাড়ছে। আবাসন সংক্রান্ত আন্তর্জাতিক উপদেষ্টা সংস্থা নাইট ফ্রাঙ্ক ইন্ডিয়ার (Knight Frank India)রিপোর্ট বলছে, চলতি বছরে সহ কলকাতায় জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাণিজ্যিক কাজের জন্য নতুন করে ২৭ লক্ষ বর্গফুট জায়গা ভাড়া দেওয়া হয়েছে । গত বছর যা ছিল ২০ লক্ষ বর্গফুট।এক বছরের নিরিখে তা বেড়েছে প্রায় ৩২ শতাংশ।

বাণিজ্য ক্ষেত্রে লক্ষ্মীর আসন ক্রমশ পাকা হচ্ছে তিলোত্তমায়। আন্তর্জাতিক সমীক্ষা অনুযায়ী বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য জানুয়ারি থেকে সেপ্টেম্বর অব্দি কলকাতায় নতুন করে ৪৩ লক্ষ বর্গফুট জায়গা তৈরি হয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমায় নতুন জায়গা তৈরি হয়েছে ১১ লক্ষ বর্গফুট। ওই একই সময়ে এই শহরে জায়গা ভাড়া বা লিজ দেওয়া হয়েছে ১০ লক্ষ বর্গফুট জায়গা।

কলকাতার পাশাপাশি অবশ্য মুম্বই, দিল্লি, চেন্নাই, হায়দরাবাদ, পুনে, বেঙ্গালুরু ও আমেদাবাদের নাম উঠে এসেছে এই সমীক্ষায়। সেখানে বলা হয়েছে, এই ৮টি শহরে যে পরিমাণ জায়গা লিজ দেওয়া হয়েছে, তার ১০ শতাংশ দখলে রয়েছে কলকাতার। তবে গত ৯ মাসের হিসেবের নিরিখে সবথেকে এগিয়ে রয়েছে মুম্বই। সেখানে লিজ দেওয়া হয়েছে ৫৩ লক্ষ বর্গফুট এলাকা। দ্বিতীয় স্থানে চেন্নাই, সেখানে নতুন করে ৫১ লক্ষ বর্গফুট এলাকা লিজ দেওয়া হয়েছে। দিল্লিতে লিজের পরিমাণ ৪৯ লক্ষ বর্গফুট। রিপোর্টটি বলছে, কলকাতায় ই কমার্স সংস্থাগুলি লিজ নেওয়ার দিক থেকে এগিয়ে রয়েছে। ভাড়া নেওয়া জায়গার প্রায় ৪৫ শতাংশ দখলে রেখেছে তারাই। এরপর একে একে ইঞ্জিনিয়ারিং ও ম্যানুফ্যাকচারিং সংস্থা রয়েছে।

Related articles

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...
Exit mobile version