Tuesday, November 11, 2025

জাতীয় স্তরে জোড়া পদক হুগলির মৌমিতার, লক্ষ‍্য এবার অলিম্পিক্স

Date:

সুমন করাতি,হুগলি: বাবা চায়ের কাপে ওঠান ধোঁয়া আর মেয়ে ট্র‍্যাকে তোলেন ঝড়। যার কথা বলা হচ্ছে তিনি হলেন হুগলি জেলার বলাগড়ের বাসিন্দা মৌমিতা মণ্ডল। ছেলেবেলা থেকেই স্বপ্ন দেখতেন দৌড়ে বিশ্ব জয় করার। আর সেই স্বপ্ন হল পূরণ। সম্প্রতি চন্ডিগড় অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত তৃতীয় জাতীয় অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় জোড়া পদক জয় করলেন মৌমিতা। ১০০ মিটার হার্ডেলসে প্রাঞ্জলি দিলীপ পাতিলকে হারিয়ে ১০০ মিটার চ্যাম্পিয়ন হন তিনি। তবে লং জাম্পে কেরলের লড়াকু প্রভাভাটি পিএসের সঙ্গে এটে উঠতে না পেরে তৃতীয় স্থান পেয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেন মৌমিতা।

গলায় মেডেল ঝুললেও, শুরুটা ছিল একেবারেই অন‍্যরকম। কষ্ট করেই স্বপ্নের প্রথম ধাপ পাস করলেন মৌমিতা। যে ঘরে নুন আনতে পান্তা ফুরায় সেখানে হয়তো পড়াশোনা করা যায় কিন্তু খেলাধুলা করা বিলাসিতা। তবুও স্বপ্ন দেখা ছাড়েননি মৌমিতা। বলাগড় ব্লকের জিরাটের কালিয়াগর নট্যপাড়ায় বাড়ি সুভাষচন্দ্র মণ্ডলের। জিরাট স্টেশনের উপরে রয়েছে ছোট্ট একটা ঝুপড়ি চায়ের দোকান কোনদিন ১০০ টাকা আবার কোনদিন ২০০! ওই টাকাতেই চলত চারজনের পেট! ভাঙা ঘর, তাতেই কোনো রকমে মুখে হাসি আর পেটে খিদে নিয়ে কাটিয়ে দিতে হতো চারজনকে। বলাগরের সোনার মেয়ের বাবা কান্নাভেজা গলায় তখন বিগত পুজো গুলোর স্মৃতিচারণা।

দৌড়ের সৌজন্যেই চলতি বছর মার্চ মাসে ইস্টার্ন রেলওয়েতে গ্রুপ সি পদে চাকরি পেয়েছেন মৌমিতা। ২১ বছরের মৌমিতা গত দু’বছর ধরে রিলায়েন্স ফাউন্ডেশনে ঘাম ঝরিয়ে শারছেন অনুশীলন। লক্ষ্য তার অলিম্পিক্স। ঘরভর্তি মেডেল আর চোখ ভর্তি তার স্বপ্ন। এখনো এগিয়ে যাওয়ার অনেকটা পথ বাকি মৌমিতার। আর মৌমিতার এই স্বপ্নের পাশে দাঁড়াতে চেয়েছেন বলাগরের বিডিও নীলাদ্রি সরকার থেকে ক্রীড়াপ্রেমী পবন পন্ডিত। চাকরি পেয়ে এখন পাকা ঘর বানাচ্ছে মৌমিতা।

আরও পড়ুন:ভারতীয় বোলারদের দাপট, ইংল‍্যান্ডকে ১০০ রানে হারাল টিম ইন্ডিয়া

Related articles

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...
Exit mobile version