Saturday, August 23, 2025

রাজ্য থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে বৃষ্টি (Rain)। এরমধ্যে শনিবারও নির্বিঘ্নেই কাটল লক্ষীপুজোও। আর তারপর থেকেই পরিবর্তন হচ্ছে রাজ্যের আবহাওয়ার (Weather Updates)। বর্তমানে ঝড়-বৃষ্টি কাটিয়ে শীতের আমেজ ধরা দিয়েছে বঙ্গে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, কখনও আংশিক মেঘলা আকাশ থাকলেওে এখনই বৃষ্টির (Rain) কোনও সম্ভাবনা নেই। আগামী ২-৩ দিন রাতের ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এদিকে রবিবারও সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাংশে মেঘলা আকাশ। কমেছে তাপমাত্রাও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কয়েক দিনে কলকাতা সহ দুই বঙ্গেই বেশ কিছুটা কমতে পারে তাপমাত্রা। আগামী ৫ দিনে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

এদিকে নভেম্বরের শুরুতেই বঙ্গে শীতের আগমন ঘটতে চলেছে বলে খবর। হাওয়া অফিসের পূর্বাভাস, উত্তুরে হাওয়ার কারণে পশ্চিমের একাধিক জেলায় আগামী ৩-৪ দিনে তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নামতে পারে। আর সেকারণেই শীঘ্রই শীতের আমেজে পেতে চলেছেন রাজ্যবাসী। আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা সহ রাজ্যের সব জেলাতেই শুষ্ক থাকবে আবহাওয়া। তবে বাংলায় ক্রমশ জাঁকিয়ে বসবে উত্তরে হাওয়া। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে কমবে, সঙ্গে শীতের আমেজও বাড়বে। এদিকে দক্ষিণবঙ্গে কিছুটা কমেছে তাপমাত্রা। তবে উত্তরবঙ্গে দাপট দেখাতে শুরু করেছে ঠাণ্ডা।

 

 

 

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...
Exit mobile version