Friday, December 19, 2025

বাদুড়িয়ার পর আমডাঙ্গা! উত্তর চব্বিশ পরগণায় ফের বাকিবুরের বিশাল সম্পত্তির হদিশ পেল ইডি

Date:

Share post:

বাদুড়িয়ার (Baduria) পর এবার আমডাঙ্গা (Amdanga)। রেশন বণ্টন মামলায় গ্রেফতার হওয়া ব্যবসায়ী বাকিবুর রহমানের (Bakibur Rahman) সম্পত্তির পরিমাণ দেখে চোখ কপালে উঠছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। তবে শুধু বাংলাই নয়, রাজ্যের পাশাপাশি দেশ-বিদেশে ছড়িয়ে থাকা বাকিবুরের নানা সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। এবার উত্তর ২৪ পরগনার আমডাঙ্গায় বাকিবুরের বিপুল পরিমাণ জমির মালিকানা নিয়ে তৈরি হয়েছে রহস্য। স্থানীয়দের দাবি, এই জমি বাকিবুর রহমানের। ঘটনায় গোটা জেলা জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে বাকিবুরের সাম্রাজ্য। বিঘার পর বিঘা জমির হদিশ মিলেছে। সব জমির সঙ্গে বাকিবুরের যোগ রয়েছে বলে দাবি এলাকাবাসীদের।

বাদুড়িয়ার পর ফের আমডাঙ্গা ব্লকে নতুন করে জমির হদিশ বাকিবুরের! আমডাঙার আধাটা পঞ্চায়েতের দাদপুর এলাকায় গৌড়বঙ্গ রোডের ধারে আবারও নতুন করে পাঁচিল দেওয়া ২৬০ কাঠা জমির হদিশ মিলেছে। এই জমি বাকিবুর রহমানের বলে দাবি স্থানীয়দের। এলাকাবাসীর অভিযোগ, ফুড কর্পোরেশনের গোডাউনের নাম করে কম দামে এই বিপুল পরিমাণ জমি কিনেছিলেন বাকিবুর। পাশাপাশি আমডাঙতে আরও এক জায়গায় পাঁচ বিঘা ও এক জায়গায় আট বিঘা পাঁচিল দেওয়া দুটি জমির হদিশ পাওয়া গিয়েছে। তবে জমিগুলিতে কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না নিরাপত্তারক্ষীরা।

উল্লেখ্য, রেশন বণ্টন মামলায় দিনকয়েক আগেই গ্রেফতার করা হয়েছে বাকিবুর রহমানকে। তার কৈখালির আবাসনে দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর আটক করে ইডি দফতরে নিয়ে আসা হয় ব্যবসায়ীকে। সেখানেই ওই চালকল ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। বর্তমানে ইডি হেফাজতেই রয়েছেন বাকিবুর। আর তাকে জেরা করেই একের পর এক সম্পত্তির হদিশ পাচ্ছেন তদন্তকারীরা।

 

 

 

 

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...