ফের কেন্দ্রের মোদি সরকারের (Modi Govt) বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূল কংগ্রেস (TMC) সাংসদ সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy)। সোমবার নিজের এক্স হ্যান্ডেলে পাট শিল্পকে (Jute Industry) নিয়ে মোদি সরকারের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন তিনি। তিনি এদিন অভিযোগ করেন, দেশের পাট শিল্পকে লাটে তুলে প্লাস্টিক লবি চালানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্র। তিনি বলেন, পাটের ক্ষেত্রে নুন্যতম সহায়ক মূল্য ঘোষণা সত্ত্বেও বাংলাদেশ (Bangladesh) ও নেপাল (Nepal) থেকে অবৈধভাবে পাট সরবরাহ হচ্ছে। যে কারণে দিনে দিনে ধ্বংসের মুখে ভারতের ঐতিহ্যশালী এই শিল্প। তবে পাট শিল্পের এমন দুরবস্থার জন্য বিএসএফ (BSF) ও কাস্টমস আধিকারিকদের একহাত নেন তৃণমূল সাংসদ। তিনি এদিন সরাসরি প্রশ্ন তোলেন কীভাবে সীমান্ত পেরিয়ে পাট সরবরাহ হচ্ছে? বিএসএফ কোথায়? কোথায় ডিরেক্টর অব রেভিনিউ ইন্টেলিজেন্সের (DRI) আধিকারিকরা?
Union Govt deliberately violated JPMA to protect interests of plastic lobby and to kill prospects of jute, the golden fibre. Despite announcement of MSP for jute, illegal supply of jute from Bangladesh and Nepal left Indian Jute Industry on the verge of collapse. No DRI, No BSF!
— Sukhendu Sekhar Ray (@Sukhendusekhar) October 30, 2023
তবে এর আগে নিজেই প্লাস্টিক পণ্য বর্জনের ডাক দিলেও সেকথা বাস্তবায়িত করতে পারেননি নরেন্দ্র মোদি। ২০১৪ সালে মোদি দিল্লির মসনদে বসার পরে ঠিক এভাবেই ‘স্বচ্ছ ভারত’ প্রকল্পের সূচনা করেন তিনি। তবে সেকথা মুখেই রয়ে গিয়েছে। বাস্তবে তার কোনও প্রতিফলনই চোখে পড়েনি দেশবাসীর। পরিবেশের ক্ষেত্রে প্লাস্টিক যে সারা পৃথিবীতেই জ্বলন্ত সমস্যা, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। কিন্তু কম খরচে তার বিকল্প কী হবে বিশেষত সিঙ্গল ইউজের ক্ষেত্রে তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্তেই পৌঁছতে পারেননি মোদি সরকার। কিন্তু বিকল্প হিসেবে চটের ব্যাগ গুরুত্ব পেলে, পশ্চিমবঙ্গের পাট শিল্প যে লাভবান হবে সেকথা আর বলার অপেক্ষা রাখে না। তবে কেন্দ্রের এই পদক্ষেপ যে দেশের পাট চাষি এবং চট শিল্পকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে সেকথাই এদিন কেন্দ্রকে মনে করিয়ে দিলেন তৃণমূল সাংসদ।