Saturday, November 8, 2025

সম্প্রতি বিবাহবিচ্ছেদের (Divorce) মামলা ঠুকেছেন। সময় যত গড়িয়েছে ততই বেড়েছে দূরত্ব। এবার বেফাঁস মন্তব্য করে ফের সংবাদ শিরোনামে হাসিন জাহান (Haseen Jahan)। তিনি সাফ জানান, “শামি (Md Shami) যত ভাল খেলবে, যত টাকা আয় করবে, আমার তত ভাল। আদালত আমার এবং মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করবে।” রবিবার লখনউয়ের মাটিতে বল হাতে ইংল্যান্ড ব্যাটারদের তখন রীতিমতো নাস্তানাবুদ করছেন শামি। আর সেইসময় দিল্লিতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে ব্যস্ত হাসিন। সেই সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শামির খেলা নিয়ে নয়, তাঁর মোটা টাকা উপার্জন নিয়েই সরব হলেন হাসিন জাহান।

বিশ্বকাপের আগেই আদালতে যেতে হয় মহম্মদ শামিকে। বধূ নির্যাতনের মামলায় প্রথম বার আদালতে হাজিরা দিতে হয়েছিল তাঁকে। এরপর বিচারক শামিকে জামিন দেন। তবে বিশ্বকাপে ভারতীয় পেসারের পারফরম্যান্স নিয়ে লাফালাফি না করলেও শামি ভালো খেলায় খুশি হাসিন। হাসিন বলেন, ক্রিকেট নিয়ে তেমন কোনও উৎসাহ নেই। শামির সঙ্গে সম্পর্ক থাকলেও তিনি ইডেনে গিয়েছেন মাত্র এক বার। হাসিন বলেন, ক্রিকেট আমার খুব একটা পছন্দ নয়। খেলা দেখি না। তবে বিদেশে খেলা থাকলে শামি তাঁকে নিয়ে যেতেন না বলেও অভিযোগ করে হাসিন বলেন, আমি শামির সঙ্গে বিদেশে যেতে চাইতাম। কিন্তু ও আমাকে নিয়ে যেত না। উল্লেখ্য, ২০১৪ সালের ৬ জুন শামি হাসিনকে বিয়ে করেন। তবে বর্তমানে সেই সম্পর্ক তলানিতে ঠেকেছে। এদিকে শামি নিজের মেয়ের দিকেও নজর দেন না বলে অভিযোগ তুলেছেন হাসিন। তাঁর অভিযোগ, কত করে বলছি মেয়েকে একটা ভাল স্কুলে ভর্তি করতে। ওর সে দিকে কোনও নজর নেই। ও শুধুমাত্র নিজের জন্যই ক্রিকেট খেলে।

যদিও এ সব থেকে এখন অনেক দূরে মহম্মদ শামি। তাঁর পারফরম্যান্স বিপক্ষ দলকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন। তবে হাসিন ক্রিকেটার শামির সঙ্গে মানুষ শামিকে গুলিয়ে ফেলতে একেবারেই রাজি নন। হাসিন বলেন, ক্রিকেটার শামি আর মানুষ শামিকে গুলিয়ে ফেললে চলবে না। ও ভাল ক্রিকেটার হতে পারে। তবে মানুষ শামির বিরুদ্ধে আমার লড়াই।

 

 

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version