Monday, August 25, 2025

রাজ্যপালের অসহযোগিতা, শীর্ষ আদালতের দ্বারস্থ পাঞ্জাব এবং তামিলনাড়ু

Date:

বিধানসভায় বিল পাশ হচ্ছে ঠিকই তবে রাজ্যপালের দফতরে পড়ে রয়েছে সেই বিল। সময়মতো সেই বিলে অনুমোদন দিচ্ছেন না রাজ্যপাল। এমনই অভিযোগ তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হল দুই রাজ্য পাঞ্জাব এবং তামিলনাড়ু। সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়ে বলা হয়েছে, রাজ্যপালদের কাছে অনুমোদনের জন্য পড়ে থাকা বিলগুলির সময়মতো নিষ্পত্তির জন্য আদালত হস্তক্ষেপ করুক। গত ২৮ অক্টোবর এই মর্মে আবেদন জানানো হয়েছে শীর্ষ আদালতে।

পাঞ্জাব সরকারের আবেদনটি তালিকাভুক্তির জন্য অনুমোদন করা হলেও, তামিলনাড়ু সরকারের আবেদনের অবস্থা জানা যায়নি। আম আদমি পার্টির (আপ) নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে পাঞ্জাবের রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিত পাঞ্জাব বিধানসভার ২৭টি বিলের মধ্যে মাত্র ২২টিতে সম্মতি দিয়েছেন। গত সপ্তাহে, পাঞ্জাব সরকার রাজ্যপালের অনুমোদন স্থগিত করার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে এই খবর ছড়িয়ে পড়ার পরে, পুরোহিত মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে চিঠি লিখে আশ্বাস দিয়েছিলেন যে আগামী দিনে বাকি বিলগুলির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অন্যদিকে, তামিলনাড়ু সরকার বলেছে যে বিধানসভায় পাস করা ১২টি বিল রাজ্যপাল আরএন রবির অফিসে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। রাজ্যপাল সরকারী কর্মচারীদের বিচারের অনুমোদন এবং বিভিন্ন বন্দীদের অকাল মুক্তি সংক্রান্ত ফাইলগুলি নিয়ে বসে আছেন। দুটি আবেদনেই সরকারি কমিশনের সুপারিশের উদ্ধৃতি দিয়ে, সরকার বিধানসভা দ্বারা পাস করা বিলগুলিতে সম্মতি দেওয়ার জন্য রাজ্যপালদের সময়সীমা সংক্রান্ত নির্দেশিকা জারি করার জন্য অনুরোধ করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, রাজ্যপাল তার নিষ্ক্রিয়তার মাধ্যমে, সমগ্র প্রশাসনকে অচলাবস্থার দিকে নিয়ে যাচ্ছেন এবং রাজ্য প্রশাসনকে সহযোগিতা না করে একটি প্রতিকূল মনোভাব তৈরি করছেন।

এই ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিক মহলের স্পষ্ট অভিযোগ, অবিজেপি শাসিত রাজ্যগুলিতে রাজ্যপালকে হাতিয়ার করে লাগাতার সরকারগুলির সঙ্গে অসহযোগিতা জারি রেখেছে। শুধু এই দুই রাজ্য নয়, দেশের অন্যান্য অবিজেপি রাজ্যগুলিতে একই পন্থা জারি রাখা হয়েছে। বাদ নেই বাংলাও। বিরোধীদের স্পষ্ট অভিযোগ রাজ্যপালকে সরাসরি ব্যবহার করা অবিজেপি সরকারগুলির বিরুদ্ধে।

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version