Tuesday, August 26, 2025

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary Education) সচিব প্রিয়দর্শিনী মল্লিকের (Priyadarshini Mallick) জারি করা নির্দেশিকা বাতিল নিয়ে জোর চর্চা রাজনৈতিক মহলে। সোমবার সন্ধ্যা নাগাদ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডেটা সাইন্স (AI and Data Science) নিয়ে সিলেবাস আপলোড সংক্রান্ত একটি নির্দেশিকায় সই করেন জ্যোতিপ্রিয় কন্যা। সেই সময় তা সংসদের (WBCHSE) ওয়েবসাইটে আপলোডও করে দেওয়া হয়। কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যেই সেই নির্দেশিকা ডিলিট করা হয় বলে জানা যাচ্ছে। বয়ানের সামান্য বদল করে ফের তা আপলোড করা হয় বটে কিন্তু এবার সেটা হয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির নামে।

রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এই মুহূর্তে ইডি হেফাজতে রয়েছেন। তাঁর স্ত্রী এবং কন্যার আয় ব্যয়ের হিসেবে দিকেও গোয়েন্দাদের তীক্ষ্ণ নজর রয়েছে। এরই মাঝে মন্ত্রী কন্যা কর্মক্ষেত্রে এমন একটা ঘটনা ঘটায় খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক প্রভাবের তত্ত্ব তুলে আনতে চাইছেন বিরোধীরা। একই অর্ডার প্রথমে সচিবের নামে এবং পরে তা মুছে দিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের নামে জারি করা হল কেন? ইতিমধ্যে সংসদে এই নিয়ে জল্পনা বাড়ছে। যদিও সভাপতি জানিয়েছেন, বয়ানে কিছু বদলের পরিবর্তন প্রয়োজনীয় ছিল। আর তাছাড়া যেহেতু অফিসের সময়সীমার পরে ওই অর্ডার সই করা হয়েছিল তাই তার বৈধতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। পরবর্তীতে নতুন করে অর্ডার আপলোড করে দেওয়া হয়েছে।

Related articles

সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের শাস্তি, সাসপেন্ড পূর্ব বর্ধমানের ASI!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)সফরের ঠিক আগেই সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছিল পূর্ব বর্ধমান জেলার এক এএসআইয়ের...

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...
Exit mobile version