Sunday, May 4, 2025

বিমান চালকদের জন্য এবার নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। তাদের তরফে জানানো হয়েছে, বিমান চালকরা মাউথ ওয়াশ, টুথ জেলের মতো কোনও পদার্থ ব্যবহার করতে পারবেন না যাতে অ্যালকোহল রয়েছে। এবিষয়ে পরীক্ষা নিরিক্ষার জন্য একটি সংশোধিত মানদণ্ড প্রকাশ করা হয়েছে ডিজিসিএ’র তরফে।

বুধবার জারি করা এক বিবৃতিতে ডিজিসিএ জানিয়েছে, অ্যালকোহলযুক্ত উপাদানের সাথে মাউথওয়াশ বা টুথ জেল ব্যবহার করলে ব্রেথ অ্যানালাইজার টেস্টে ইতিবাচক ফলাফল হতে পারে। বিমান পরিবহণ আরও নিরাপদ করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ডিজিসিএ জানিয়েছে, বাণিজ্যিক বিমান পরিবহণ সংস্থার থেকে প্রাপ্ত পরামর্শের ভিত্তিতেই এই বিধিনিষেধ জারি হয়েছে। প্রথমে পারফিউমকেও-এর অন্তর্ভুক্ত করা হলেও চূড়ান্ত তালিকায় সেটিকে বাদ দেওয়া হয়। গত ৩০ অক্টোবর জারি করা এই নির্দেশিকায় বিমান নিয়ন্ত্রক সংস্থার তরফে জানানো হয়েছে, “বিমান ক্রুদের কোনও সদস্য কোনও ওষুধ/ফর্মুলেশন সেবন করবেন না বা মাউথওয়াশ/টুথ জেল বা অ্যালকোহল রয়েছে এমন কোনও পণ্য ব্যবহার করবেন না। যে কোনো ক্রু সদস্যকে এই ধরনের ওষুধ গ্রহণ করার আগে কোম্পানির চিকিত্সকের সাথে পরামর্শ করতে হবে।

ডিজিসিএ-এর মতে, ফুয়েল সেল প্রযুক্তি সহ শ্বাস বিশ্লেষক সরঞ্জাম ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এবং এজেন্সিগুলির পর্যবেক্ষণ ও পরিদর্শনের একটি প্রক্রিয়া শুরু করা হয়েছে। বিমান সংস্থাগুলিকে সুবিধা দেওয়ার জন্য, DGCA ব্রেথ অ্যানালাইজার পরীক্ষার অধীনে ইউনিটগুলির সুযোগ বাড়িয়েছে। ফ্লাইট ডিউটি নেওয়ার আগে ক্রু এবং সাপোর্ট স্টাফের প্রতিটি সদস্যকে বিমানবন্দরে এই শ্বাস পরীক্ষা করাতে হবে।

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version