Sunday, August 24, 2025

ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম‍্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী, অতিথি তালিকায় বিশেষ চমক!

Date:

রবিবার ক্রিকেটের নন্দনকাননে মহারণ। এবারের বিশ্বকাপে এই প্রথমবার কলকাতার (Kolkata) মাঠে নামতে চলেছে রোহিত ব্রিগেড। এখনও পর্যন্ত হাফ ডজন জয় হাঁকিয়ে লিগ টেবিলের শীর্ষে টিম ইন্ডিয়া (Team India)। আগামিকাল শ্রীলংকার সঙ্গে ভারতের খেলা থাকলেও ক্রিকেটপ্রেমীদের আগ্রহ এখন রবিবারের ম্যাচ ঘিরে। শোনা যাচ্ছে ৫ নভেম্বর ইডেন গার্ডেন্সে (Eden Gardens)উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। সিএবি (CAB) সূত্রে খবর, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) নাকি এই ম্যাচে উপস্থিত থাকার ব্যাপারে সম্মতি জানিয়েছেন।

এবারের বিশ্বকাপের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে আগামী রবিবার, ইডেন গার্ডেন্সে। শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেলেই ভারতের সেমিফাইনালে যাওয়া নিয়ে আর কোনও সংশয় থাকবে না। কিন্তু রবিবার বিরাট কোহলির জন্মদিনে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে কতটা জ্বলে উঠতে পারেন নীল জার্সির মালিকরা তা দেখার উন্মাদনা তুঙ্গে। ইতিমধ্যেই টিকিট নিয়ে হাহাকার পড়ে গেছে। এই ম্যাচে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানকে। যদিও শারীরিক অসুস্থতার কারণে বিগ বি উপস্থিত থাকতে পারবেন না বলে জানা যাচ্ছে। তবে ইডেনে থাকতে পারেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ৫ নভেম্বর সিএবির তরফে কিং কোহলির জন্মদিন সেলিব্রেশানের বিশাল আয়োজন করা হলেও আইসিটির তরফ থেকে তা নাকচ করে দেওয়া হয়েছে। তবে গ্যালারিতে ইন্ডিয়ার খেলা দেখতে কোন কোন উজ্জ্বল নক্ষত্রকে দেখা যাবে এখন সেটাই জানার অপেক্ষা।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version