Sunday, November 9, 2025

১০০ দিনের বকেয়া নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা! কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

Date:

১০০ দিনের কাজের বকেয়া টাকা, আবাস যোজনা সহ একাধিক প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে অনেক সরব হয়েছে তৃণমূল। পুজোর আগে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন হয়েছিল রাজধানী দিল্লির বুকে। পরে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে রাজ্যপাল ডি ভি আনন্দ বোসের দৃষ্টি আকর্ষণ করতে রাজভবনের সামনেও ধর্ণায় বসেছিল অভিষেক। অবশেষে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর আপাতত সেই অবস্থান তুলে নেয় তৃণমূল। কিন্তু গরিব মানুষের টাকা না পেলে ফের পুজোর পর আন্দোলন হবে হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক। ৩১ অক্টোবরের মধ্যে কেন্দ্রের সদুত্তর না পেলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

আন্দোলনের চাপে রাজ্যপালও হস্তক্ষেপ করেন এই ইস্যুতে।
রাজ্যপালের কাছে ১০০ দিনের কাজের বকেয়া সংক্রান্ত চিঠিও পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ‌্যপাল নিজেই সে খবর জানিয়েছেন। তিনি জানান, কেন্দ্রের পাঠানো সেই চিঠি তাঁর ‘সাংবিধানিক সহকর্মী’ মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের কাছে পাঠিয়েও দিয়েছেন। ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সোশাল মিডিয়ায় সরব হলেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে ভুল ও বিভ্ৰান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্টের জন্যই এমন কাজ করছে কেন্দ্র।

বৃহস্পতিবার, এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রীর অভিযোগ, MGNREGA প্রকল্পের বকেয়া পাওনা নিয়ে ভুল তথ্য ছড়ানোর ঘটনা তিনি দেখতে পাচ্ছেন। কেন্দ্র নাকি বকেয়া মিটিয়েছে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ও মিথ্যা তথ্য। লাগাতার রাজ্য সরকারের তরফে তার প্রতিবাদ চলছে। কিন্তু কেন্দ্র টাকা আটকেই রেখেছে। মানুষকে বোকা বানানোর জন্য এমন বিভ্রান্তিকর অপপ্রচার চলছে।”

মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, “আমরা নিজেদের অধিকারের দাবিতে সঠিক পথে আন্দোলন চালিয়ে যাব। এসব অপপ্রচারের মাঝেও আমাদের বঞ্চিত শ্রমিক-কৃষকরা নিজেদের বকেয়া আদায়ের দাবি থেকে পিছিয়ে যাবে না।”

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version