Wednesday, November 12, 2025

বিশ্বকাপে সাতে সাত ভারতের, শামির দাপটে লঙ্কানদের বিরুদ্ধে বড় জয় ভারতের

Date:

সাতে সাত ভারতের। একদিনের ক্রিকেট বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স টিম ইন্ডিয়ার। ব‍্যাটিং থেকে বোলিং, টিম ইন্ডিয়ার যেন চলতি বিশ্বকাপে একেবারে ব‍্যালেন্সড টিম। সেই সুবাদে এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় রানে জয় পেল রোহিত শর্মার দল। লঙ্কানদের হারাল ৩০২ রানে। শ্রীলঙ্কার বিরুদ্ধে বল হাতে দাপট মহম্মদ সিরাজ-মহম্মদ শামির। একাই ৫ উইকেট শামির। এই জয়ের ফলে সেমিফাইনালে পৌঁছে গেল বিরাট-রোহিতরা।

এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় লঙ্কানরা। প্রথমে ব‍্যাট করতে নেমে এত রান করে টিম ইন্ডিয়া। তবে এদিন ব‍্যাট হাতে রান পেলেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা। মাত্র ৪ রান করে আউট হন তিনি। ঘরের মাঠে হতাশ করলেন তিনি। এরপর দলের হয়ে ব‍্যাট হাতে লড়াই চালান বিরাট-শুভমন। ৯২ রান করেন শুভমন। ৮৮ রান করেন বিরাট। এই রান করতেই নজির গড়েন কোহলি। বিশ্বের চতুর্থ ব্যাটার হিসাবে ২০২৩ সালে একদিনের ক্রিকেটে ১০০০ রান পূর্ণ করলেন বিরাট। ওপরদিকে এই নিয়ে আটবার এক ক্যালেন্ডার বছরে একদিনের ক্রিকেটে হাজার রান করলেন তিনি। ভেঙে দেন সচিন তেন্ডুলকরের একটি রেকর্ডও। ভারতের তৃতীয় ব্যাটার হিসাবে ২০২৩ সালে একদিনের ক্রিকেটে ১০০০ রান পূর্ণ করলেন কোহলি। এই নিয়ে আটবার এক ক্যালেন্ডার বছরে ১০০০ রান করলেন কোহলি। এর আগে ২০১১, ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৭, ২০১৮, ২০১৯ সালেও একদিনের ক্রিকেটে ১০০০ রান করেছিলেন কোহলি। আর এর সুবাদে ভেঙে ধিলেন সচিনের বিশ্বরেকর্ডও। সচিন সাতবার একবছরে একদিনের ক্রিকেটে ১০০০ রান করেছিলেন। এতদিন সচিনের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে ছিলেন কোহলি। এদিকে এদিন ব‍্যাট হাতে ব‍্যর্থ কে এল রাহুল। মাত্র ২১ রান করেন তিনি। ব‍্যর্থ সূর্যকুমার যাদবও। মাত্র ১২ রান করেন তিনি। তবে এদিন রান পেলে শ্রেয়স আইয়র। ৮২ রান শ্রেয়সের। ৩৫ রান রবীন্দ্র জাদেজার। এদিন লঙ্কানদের হয়ে ৫ উইকেট দিলশান মাধুশঙ্কার। এক উইকেট চ‍্যামেরার।

জবাবে ব‍্যাট করতে নেমে মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। শ্রীলঙ্কার হয়ে ম‍্যাথিউস, থিকশানা এবং রজিথা ছাড়া আর কেই দুই অঙ্কের ঘর পার করতে পারেনি। ১২ রান করেন ম‍্যাথিউস। ১২ রানে অপরাজিত থিকশানার। ১৪ রান রজিথার। শূন‍্যরানে ফেরেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা এবং করুনারত্নে। এক রান করেন কুশল মেন্ডিস। শূন‍্য রানে ফেরেন সাদিরা, দুশন হেমান্থ, চ‍্যামেরা। ভারতের হয়ে পাঁচ উইকেট মহম্মদ শামির। তিন উইকেট মহম্মদ সিরাজের। একটি করে উইকেট যশপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজার।

আরও পড়ুন:ইডেনে বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল, সভানেত্রীর নির্দেশে ইন্ডোরে পিছল তৃণমূলের বৈঠক

Related articles

দিল্লি বিস্ফোরণে ছিন্নভিন্ন দেহ সনাক্তকরণে ট্যাটু- টি-শার্টে ভরসা!

লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের (Delhi blast near Red fort) জেরে মৃতদের সনাক্তকরণে বাড়ছে সমস্যা (Deadbody Identification)। দেহ ছিন্নভিন্ন...

দিল্লি বিস্ফোরণে ধৃত বেড়ে ১৫, তদন্তে দশ সদস্যের NIA টিম

লালকেল্লায় কাছে বিস্ফোরণ পরিকল্পনা মাফিক নয় বরং তাড়াহুড়োর জেরেই ঘটেছে এই ঘটনা, কি খাবার কেন্দ্রীয় রিপোর্টে উঠে এলো...

তিলোত্তমার তাপমাত্রা ১৭ ডিগ্রি, বুধেই মরশুমের শীতলতম দিন মহানগরীতে!

বঙ্গবাসীর আশা পূরণ করে স্বমহিমায় ইনিংস শুরু করেছে শীত (Winter)। নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই পারদ...

টার্গেট ছিল দেশের প্রজাতন্ত্র দিবস! দিল্লিকাণ্ডে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য 

দিল্লির লালকেল্লার (Red fort Delhi) সামনে বিস্ফোরণের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। আগামী প্রজাতন্ত্র দিবসের (Indian...
Exit mobile version