শপিং মল থেকে মর.ণ ঝাঁ.প!আত্মহ.ত্যা না খু.ন, বাড়ছে রহ.স্য

ঘড়ির কাঁটা তখন রাত দশটা ছুঁইছুই। শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী ভাবে ভারত সেমিফাইনালে পৌঁছলো তাই নিয়েই আলোচনা জমে উঠেছে। আচমকা খবরের শিরোনামে উঠে এল পার্ক সার্কাসের কাছের একটি শপিং মল। কোয়েস্ট মলের (Quest Mall) নীচের রাস্তায় রক্তাক্ত এক যুবককে পড়ে থাকতে দেখা গেল। তড়িঘড়ি পুলিশ এসে পৌঁছলেও , ততক্ষণে সব শেষ। স্থানীয়রা বলছেন চার তলা থেকে ঝাঁপ দিয়ে এই মৃত্যু। আত্মহত্যা না খুন (Mysterious death)?

পুলিশ সূত্রে জানা যাচ্ছে বছর বাইশের মৃত যুবকের নাম মহম্মদ আরমান রউফ, তিনি ব্রড স্ট্রিটের বাসিন্দা। উপর থেকে কিছু পড়েছে এই আশঙ্কা করে নিরাপত্তা কর্মীরা সজোরে শব্দ পেয়ে ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় এক যুবক শপিং মলের চার নম্বর গেটে কাছে পড়ে রয়েছেন৷ বিষয়টি জানাজানি হতেই শপিং মলের বাইরে ভিড় জমে যায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় কড়েয়া থানার পুলিশ (Kareya Police)৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থলে কোনও সুইসাইড নোট পাওয়া গেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। মৃত যুবক আইনের ছাত্র ছিলেন বলে তাঁর পরিবার সূত্রে জানা গেছে। ঠিক কখন ওই যুবক মলে প্রবেশ করেছিলেন এবং কী ভাবে চারতলা থেকে পড়ে গেলেন তা নিয়ে ধোঁয়াশা বাড়ছে।