Thursday, November 13, 2025

শিশির অধিকারীর সম্পত্তির খতিয়ান তুলে আর্থিক বেনিয়ম নিয়ে প্রশ্ন কুণালের

Date:

কাঁথির অধিকারী পরিবারের আয় বহির্ভূত সমস্ত সম্পত্তির হিসেব ২৪ ঘণ্টার মধ্যে সামনে আসবে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করে শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক থেকে দাবি করেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা কুণাল ঘোষ। ২৪ ঘন্টা কাটেনি তার আগেই শনিবার সকাল ১১টা ২০মিনিট নাগাদ সোশ্যাল মিডিয়ায় সেই সংক্রান্ত তথ্য ফাঁস করলেন কুণাল।

এদিন নিজের এক্স হ্যান্ডেলে কাঁথির সাংসদ তথা শুভেন্দুর বাবা শিশির অধিকারীর সম্পত্তির বৃদ্ধি ও হ্রাস নিয়ে বড়সড় প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। শিশির অধিকারীর সম্পত্তির বিবরণ সংক্রান্ত বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরে কুণাল জানতে চেয়েছেন, “পরিসংখ্যান সত্য নাকি ভুল? ১০ লাখ কীভাবে ১০ কোটি টাকা হল? কীভাবে ১০ কোটি কমে ৩ কোটিতে এলো? এটা কি জাদু?”

শিশিরবাবুর সম্পত্তির খতিয়ান তুলে ধরার জন্য কুণাল ঘোষ জাতীয় নির্বাচন কমিশন এবং ভারত সরকারকে দেওয়া কাঁথির সাংসদের বেশ কিছু তথ্য তুলে ধরেছেন। যেখানে দেখা যাচ্ছে, ২০০৯ সালে সাংসদ শিশির অধিকারী যখন লোকসভা ভোটে প্রার্থী হয়েছিলেন, তখন তিনি হলফনামায় নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন, তাঁর সম্পত্তির পরিমাণ ১০ লাখ টাকার কিছু বেশি। আবার তার তিন বছরের মধ্যে, ২০১২ সালে যখন তিনি কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন ভারত সরকারকে জমা দেওয়া তথ্যে দেখা যাচ্ছে শিশিরবাবুর সম্পত্তির পরিমাণ ১০ কোটির কিছু বেশি। অর্থাৎ, কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর মাত্র ৩ বছরে শিশির অধিকারীর সম্পত্তি বৃদ্ধির পরিমাণ ১০ লাখ থেকে বেড়ে হয়েছিল ১০ কোটি! আবার ২০১৯ সালে লোকসভার সময় কমিশনকে জমা দেওয়া শিশিরবাবুর তথ্য অনুযায়ী অদ্ভূতভাবে তাঁর সম্পত্তির পরিমাণ ৩ কোটির কিছু বেশি! সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষের দেওয়া এই তথ্য মুহূর্তে ভাইরাল হয়ে যায়। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

উল্লেখ্য, ২৪ ঘণ্টার মধ্যে অধিকারী পরিবারের সমস্ত বেহিসেবি সম্পত্তি সামনে আসবে। সমস্ত আর্থিক বেনিয়ম সামনে আসবে। তথ্য-পরিসংখ্যান দিয়ে দেখানো হবে, কী কী আর্থিক বেনিয়ম হয়েছে। হিসেবে গরমিল হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে অধিকারী ব্রাদার্স, অধিকারী প্রাইভেট লিমিটেডের আর্থিক দুর্নীতি সামনে আসবে। সব কিছুর উত্তর দিতে হবে।এভাবেই কাঁথির অধিকারী পরিবারের বিরুদ্ধে তোপ দেগে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। যেমন কথা তেমন কাজ, ২৪ ঘন্টা কাটার অনেক আগেই বিস্ফোরক তথ্য তুলে ধরলেন কুণাল ঘোষ।

আরও পড়ুন:জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, দুদিনের মধ্যেই আবহাওয়ায় বিরাট পরিবর্তন!

 

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version