Thursday, August 28, 2025

জন্মদিনেই সচিনের রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট, কোনরকম চাপে কোহলি? মুখ খুললেন দ্রাবিড়

Date:

আগামিকাল ইডেনে মহারণ। রবিবার ক্রিকেটের নন্দনকাননে ভারতের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে ভারতীয় দল। ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে রোহিত শর্মারা। তারওপর আবার ফর্মে থাকা প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির জন্মদিন। তাই আগামিকালের ম‍্যাচ ঘিরে উন্মাদনা ক্রিকেটপ্রেমীদের মধ‍্যে। এই ম‍্যাচের টিকিট নিয়ে হাহাকার।

আগামিকাল ৩৫ ছোঁবেন বিরাট। আগামিকালই আবার ইডেনে প্রোটিয়াদের বিরুদ্ধে নামবে ভারত। তাই অনেকেরই আশা, এই ম্যাচে বিরাটের ব্যাট থেকে ৪৯তম শতরান পাওয়া যাবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই সচিন তেন্ডুলকরকে ছুঁয়ে ফেলবেন তিনি। এই নিয়ে ইডেনে নামার আগে কি কোনও রকম চাপে রয়েছেন কোহলি? এই নিয়ে মুখ খুললেন দলের কোচ রাহুল দ্রাবিড়। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে দ্রাবিড় জানান, কোহলি এতটাই পেশাদার ক্রিকেটার যে নিজের শতরান নিয়ে চাপে থাকার মানুষই তিনি নন।

এই প্রসঙ্গে দ্রাবিড় বলেন,” বিরাট বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে। বিশ্বকাপে ওর পারফরম্যান্স দেখলেই সেটা আপনারা বুঝতে পারবেন। দলের হয়ে দারুণ ব্যাট করছে। মাঠে নামলেই ভাল কিছু করার চেষ্টা করছে। আমি ওর মধ্যে আলাদা কিছু দেখিনি। বরাবর ও একই রকম থাকে। বিরাট বরাবর পেশাদার ক্রিকেটারের মতোই আচরণ করে। কঠোর পরিশ্রম করে। ম্যাচের দিন নিজের মানসিকতা বদলে ফেলতে জানে। তাই আমি এটাও বলে দিতে পারি, ও মোটেই ৪৯তম বা ৫০তম শতরান নিয়ে ভাবছে না। ওর আর এক বছর বয়স বেড়ে যাচ্ছে এটা নিয়েও ওর কোনও ভাবনা নেই। বিশ্বকাপ জেতার ব্যাপারে কোহলির ফোকাস সম্পূর্ণ একই রকম রয়েছে। রবিবারের ম্যাচেও ভাল খেলবে বলে আমার বিশ্বাস।”

আরও পড়ুন:স্রোতে গা ভাসানোর চেষ্টা আনন্দ বোসের, রাজভবনের লনেই ম‍্যাচ দেখানোর উদ্যোগ

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version