Wednesday, November 12, 2025

জন্মদিনেই সচিনের রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট, কোনরকম চাপে কোহলি? মুখ খুললেন দ্রাবিড়

Date:

আগামিকাল ইডেনে মহারণ। রবিবার ক্রিকেটের নন্দনকাননে ভারতের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে ভারতীয় দল। ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে রোহিত শর্মারা। তারওপর আবার ফর্মে থাকা প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির জন্মদিন। তাই আগামিকালের ম‍্যাচ ঘিরে উন্মাদনা ক্রিকেটপ্রেমীদের মধ‍্যে। এই ম‍্যাচের টিকিট নিয়ে হাহাকার।

আগামিকাল ৩৫ ছোঁবেন বিরাট। আগামিকালই আবার ইডেনে প্রোটিয়াদের বিরুদ্ধে নামবে ভারত। তাই অনেকেরই আশা, এই ম্যাচে বিরাটের ব্যাট থেকে ৪৯তম শতরান পাওয়া যাবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই সচিন তেন্ডুলকরকে ছুঁয়ে ফেলবেন তিনি। এই নিয়ে ইডেনে নামার আগে কি কোনও রকম চাপে রয়েছেন কোহলি? এই নিয়ে মুখ খুললেন দলের কোচ রাহুল দ্রাবিড়। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে দ্রাবিড় জানান, কোহলি এতটাই পেশাদার ক্রিকেটার যে নিজের শতরান নিয়ে চাপে থাকার মানুষই তিনি নন।

এই প্রসঙ্গে দ্রাবিড় বলেন,” বিরাট বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে। বিশ্বকাপে ওর পারফরম্যান্স দেখলেই সেটা আপনারা বুঝতে পারবেন। দলের হয়ে দারুণ ব্যাট করছে। মাঠে নামলেই ভাল কিছু করার চেষ্টা করছে। আমি ওর মধ্যে আলাদা কিছু দেখিনি। বরাবর ও একই রকম থাকে। বিরাট বরাবর পেশাদার ক্রিকেটারের মতোই আচরণ করে। কঠোর পরিশ্রম করে। ম্যাচের দিন নিজের মানসিকতা বদলে ফেলতে জানে। তাই আমি এটাও বলে দিতে পারি, ও মোটেই ৪৯তম বা ৫০তম শতরান নিয়ে ভাবছে না। ওর আর এক বছর বয়স বেড়ে যাচ্ছে এটা নিয়েও ওর কোনও ভাবনা নেই। বিশ্বকাপ জেতার ব্যাপারে কোহলির ফোকাস সম্পূর্ণ একই রকম রয়েছে। রবিবারের ম্যাচেও ভাল খেলবে বলে আমার বিশ্বাস।”

আরও পড়ুন:স্রোতে গা ভাসানোর চেষ্টা আনন্দ বোসের, রাজভবনের লনেই ম‍্যাচ দেখানোর উদ্যোগ

 

Related articles

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...
Exit mobile version