Sunday, November 16, 2025

রাজ্যের বকেয়া টাকা নিয়ে ক্রমাগত আন্দোলন তীব্র করছে তৃণমূল সরকার (TMC Government)। বাংলার মুখ্যমন্ত্রী (CM of West Bengal)ইতিমধ্যেই নতুন করে আন্দোলন শুরু করার কথা জানিয়ে দিয়েছেন। এর মাঝেই নতুন নজির তৈরি করল রাজ্য সরকার। জব কার্ড হোল্ডারদের বিকল্প কাজের ব্যবস্থা করল বাংলা। প্রকল্পে নথিভুক্ত জব কার্ড রয়েছে এমন শ্রমিকদের কাজ দিতে রাজ্যের তহবিল থেকে ৭ হাজার ১০০ কোটি টাকারও বেশি খরচ করা হয়েছে। গত ৩০ শে অক্টোবর পর্যন্ত রাজ্যের ৫৬ টি দফতর ৬০ হাজার ৫৪৫টি প্রকল্পে প্রায় ৮১ লক্ষ ৫১ হাজার জব কার্ড থাকা শ্রমিকদের কাজে লাগিয়েছে বলে নবান্ন (Nabanna)সূত্রে খবর।এক-এক জন শ্রমিককে গড়ে ৩৯ দিন করে কাজ দেওয়া হয়েছে।

২১ জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, এক দিনের কাজে বিকল্প হিসাবে ‘খেলা হবে’ প্রকল্পের। এই ঘোষণার পরই বিভিন্ন দফতর নির্দিষ্ট পরিকল্পনা করে জব কার্ড হোল্ডারদের বিকল্প কাজের ব্যবস্থা করে দিচ্ছে। বিকল্প হিসাবে শুধু সম্পদ বা পরিকাঠামো তৈরিই নয় রক্ষণাবেক্ষণের কাজে লাগানো হচ্ছে শ্রমিকদের। কাজ দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে জনস্বাস্থ্য ও কারিগরি দফতর। সেখানে ২৬০০ টি প্রকল্পে প্রায় ২৮ লক্ষ শ্রমিককে কাজ দেওয়া হয়েছে, মজুরি দেওয়া হয়েছে ২৩৫৮ লক্ষ। সেই পঞ্চায়েত দফতর ৩৪ হাজার ৭৯২টি প্রকল্পে কাজ দিয়েছে প্রায় ২২ লক্ষ শ্রমিককে। মজুরি দেওয়া হয়েছে ২১৭৭ কোটি টাকা।অন্যদিকে পূর্ত দফতর ৯৬১টি প্রকল্পে প্রায় ১৯.৪৮ লক্ষ শ্রমিক নিয়োগ করেছিল। মজুরি বাবদ শ্রমিকদের হয়েছে প্রায় ১৩২৭ কোটি টাকা।

Related articles

জঘন্য পিচ হতশ্রী ব্যাটিং, নিজেদের মর্জি ফলাতে গিয়ে লজ্জার হার ভারতের

ম্যাচের শেষে দর্শকের চোখ ছিল গৌতম গম্ভীরের অভিব্যক্তির দিকে। ইডেন গার্ডেনসের চেনা পিচের চরিত্র বদলে দিতে বাধ্য করেছিলেন...

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...

বিহারে হঠাৎ বাড়ল ৩ লক্ষ ভোটার! কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত

বিহার নির্বাচনে বিজেপির অস্ত্র নির্বাচন কমিশন। বারবার নির্বাচনের আগে বিরোধী দলগুলি সেই অভিযোগেই সরব ছিল। বিহারে এসআইআর (Bihar...
Exit mobile version