Friday, August 22, 2025

শি.হরিত হচ্ছি! বিজেপি-র FIR-এর হু.মকির পাল্টা মোক্ষম খোঁ.চা মহুয়ার

Date:

তাঁর বিরুদ্ধে এফআইআর করার হুমকির মোক্ষম জবাব দিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahuaa Moitra)। রবিবার নিজের এক্স হ্যান্ডলে পর পর ২টি পোস্ট করেন মহুয়া। আর সেখানেই বিজেপি (BJP)-কে তীব্র কটাক্ষ করেন সাংসদ। লোকসভার এথিক্স কমিটির চেয়ারম্যান থেকে শুরু করে আদানি- সবাইকেই নিশানা করেন তিনি।

এদিন দুপুরে এক্স হ্যান্ডলে প্রথম পোস্টে মোক্ষম খোঁচা দেন মহুয়া। তিনি লেখেন, “এটা জেনে আমি শিহরিত হচ্ছি যে বিজেপি আমার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার কথা ভাবছে। তাদের স্বাগত জানাচ্ছি।” এরপরেই তৃণমূল সাংসদ ১৩ হাজার কোটি টাকার কয়লা দুর্নীতির অভিযোগে শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে ইডি এবং সিবিআইয়ের এফআইআর দায়ের কার দাবি জানান।

এর কিছুক্ষণ পরেই আর একটা পোস্ট করেন মহুয়া (Mahuaa Moitra)। সেখানেও এথিক্স কমিটির বৈঠকে তাঁকে অপ্রাসঙ্গিক প্রশ্ন করা হয়েছে বলে সরব হন সাংসদ। লেখেন, “চেয়ারম্যানের সস্তা, অপ্রাসঙ্গিক প্রশ্ন, বিরোধীদের প্রতিবাদ, আমার প্রতিবাদ সব কিছু সরকারি ভাবে নথিভুক্ত আছে। তার প্রতিলিপি আমার কাছে রয়েছে।”

সংসদে ‘অর্থের বিনিময়ে প্রশ্ন’ তোলার অভিযোগ মহুয়ার বিরুদ্ধে তোলে বিজেপি। সাংসদ মহুয়ার বক্তব্য জানতে গত বৃহস্পতিবার তাঁকে ডেকে পাঠায় লোকসভার এথিক্স কমিটি। কিন্তু অবমাননাকর প্রশ্ন করায় বৈঠকের মাঝপথে সেখান থেকে বেরিয়ে আসেন মহুয়া-সহ বিরোধী দলের সাংসদরা। সংবাদমাধ্যমকে মহুয়া জানান, ‘‘ওরা নোংরা প্রশ্ন করছে।’’ মহুয়াকে যে ধরনের প্রশ্ন করা হয়, তার বিরোধিতায় সরব হন বিএসপির সাংসদ দানিশ আলিও। এর জেরে লোকসভার স্পিকার ওম বিড়লাকে বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল সাংসদ। চিঠি লিখে তিনি জানান, এথিক্স কমিটির বৈঠকে মৌখিক ভাবে তাঁর ‘বস্ত্রহরণ’ করা হয়েছে। মহিলা সাংসদ হিসেবে সুরক্ষার দাবি জানান মহুয়া। এরপরে এদিন এক্স হ্যান্ডেলে বিজেপি-কে নিশানা করেন তৃণমূল সাংসদ।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version