Wednesday, December 17, 2025

শি.হরিত হচ্ছি! বিজেপি-র FIR-এর হু.মকির পাল্টা মোক্ষম খোঁ.চা মহুয়ার

Date:

Share post:

তাঁর বিরুদ্ধে এফআইআর করার হুমকির মোক্ষম জবাব দিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahuaa Moitra)। রবিবার নিজের এক্স হ্যান্ডলে পর পর ২টি পোস্ট করেন মহুয়া। আর সেখানেই বিজেপি (BJP)-কে তীব্র কটাক্ষ করেন সাংসদ। লোকসভার এথিক্স কমিটির চেয়ারম্যান থেকে শুরু করে আদানি- সবাইকেই নিশানা করেন তিনি।

এদিন দুপুরে এক্স হ্যান্ডলে প্রথম পোস্টে মোক্ষম খোঁচা দেন মহুয়া। তিনি লেখেন, “এটা জেনে আমি শিহরিত হচ্ছি যে বিজেপি আমার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার কথা ভাবছে। তাদের স্বাগত জানাচ্ছি।” এরপরেই তৃণমূল সাংসদ ১৩ হাজার কোটি টাকার কয়লা দুর্নীতির অভিযোগে শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে ইডি এবং সিবিআইয়ের এফআইআর দায়ের কার দাবি জানান।

এর কিছুক্ষণ পরেই আর একটা পোস্ট করেন মহুয়া (Mahuaa Moitra)। সেখানেও এথিক্স কমিটির বৈঠকে তাঁকে অপ্রাসঙ্গিক প্রশ্ন করা হয়েছে বলে সরব হন সাংসদ। লেখেন, “চেয়ারম্যানের সস্তা, অপ্রাসঙ্গিক প্রশ্ন, বিরোধীদের প্রতিবাদ, আমার প্রতিবাদ সব কিছু সরকারি ভাবে নথিভুক্ত আছে। তার প্রতিলিপি আমার কাছে রয়েছে।”

সংসদে ‘অর্থের বিনিময়ে প্রশ্ন’ তোলার অভিযোগ মহুয়ার বিরুদ্ধে তোলে বিজেপি। সাংসদ মহুয়ার বক্তব্য জানতে গত বৃহস্পতিবার তাঁকে ডেকে পাঠায় লোকসভার এথিক্স কমিটি। কিন্তু অবমাননাকর প্রশ্ন করায় বৈঠকের মাঝপথে সেখান থেকে বেরিয়ে আসেন মহুয়া-সহ বিরোধী দলের সাংসদরা। সংবাদমাধ্যমকে মহুয়া জানান, ‘‘ওরা নোংরা প্রশ্ন করছে।’’ মহুয়াকে যে ধরনের প্রশ্ন করা হয়, তার বিরোধিতায় সরব হন বিএসপির সাংসদ দানিশ আলিও। এর জেরে লোকসভার স্পিকার ওম বিড়লাকে বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল সাংসদ। চিঠি লিখে তিনি জানান, এথিক্স কমিটির বৈঠকে মৌখিক ভাবে তাঁর ‘বস্ত্রহরণ’ করা হয়েছে। মহিলা সাংসদ হিসেবে সুরক্ষার দাবি জানান মহুয়া। এরপরে এদিন এক্স হ্যান্ডেলে বিজেপি-কে নিশানা করেন তৃণমূল সাংসদ।

spot_img

Related articles

যুবভারতী কাণ্ডে বাড়ল সিটের সদস্যসংখ্যা, ঘটনাস্থল পরিদর্শনে ফরেনসিক টিম

লিওনেল মেসির (Lionel Messi) কলকাতা সফরে যেভাবে যুবভারতীতে বিশৃঙ্খলা হয়েছে তার তদন্তে আগেই SIT গঠন করা হয়েছে। এবার...

ফের আলিপুর চিড়িয়াখানায় বাঘিনী মৃত্যু! গত তিনমাসে মৃত ৩ রয়্যাল বেঙ্গল

ফের আলিপুর চিড়িয়াখানায় বাঘিনীর (Tigress) মৃত্যু। বুধবার সকালে একটি  সাব অ্যাডাল্ট রয়্যাল বেঙ্গল বাঘিনীর  মৃত্যু হয়। এই নিয়ে...

ঘাটাল মাস্টার প্ল্যানে অগ্রগতি, শিলাবতী ও কাটান খালে সমীক্ষার সিদ্ধান্ত রাজ্যের

ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) রূপায়ণের পথে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। দীর্ঘদিন আটকে থাকা এই...

তৃণমূল কাউন্সিলর খুনে সাজা ঘোষণা, তিনদোষীর যাবজ্জীবন

পানিহাটির তৃণমূল কাউন্সিলার অনুপম দত্ত খুনের মামলায় তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের (TMC Councillor Murder) সাজা শোনাল ব্যারাকপুর আদালত।...