Monday, November 3, 2025

ছেলের সঙ্গে দেখা করতে যেতে হবে মন্দির-মলে! বিবাহবি.চ্ছেদ মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

বিবাহবিচ্ছেদের (Divorce) পর ছেলের কাস্টডি (Custody) পেয়েছেন মা। পরিবার আদালত এবং কেরল হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে বাবার দায়ের করা মামলায় বড় নির্দেশ দেশের সর্বোচ্চ আদালতের। নাবালক ছেলের সঙ্গে নির্দিষ্ট একটি মন্দির, আশ্রম এবং মলে দেখা করা যাবে। সম্প্রতি এক মামলায় এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court of India)। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি এএস বোপান্না এবং বিচারপতি পিএস নরসিংহের ডিভিশন বেঞ্চে এক ব্যক্তির দায়ের করা মামলার শুনানি চলছিল। দুই পক্ষের আইনজীবীর সওয়াল জবাবের পর আদালত কেরল হাই কোর্টের নির্দেশকে পরিবর্তন করে। গত ৩১ অক্টোবরের নির্দেশকে আরও একবার পরিবর্তন করে শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, ছেলের সঙ্গে ওই বাবা দেখা করতে পারবেন নির্দিষ্ট কয়েকটি জায়গায়। তিনি ছেলেকে অমৃতাপুরী আশ্রমের শ্রীমাতা অমৃতাআনন্দয়ী দেবীর মন্দির এবং কোল্লামের একটি মন্দিরে ছুটির দিনে নিয়ে যেতে পারবেন বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। তার আগের রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, ছেলের সঙ্গে কোল্লামের একটি মলে সময় কাটাতে পারবেন বাবা।

উল্লেখ্য, পরিবার আদালতের রায়ে মা যেমন ছেলেকে নিজের কাছে পেয়েছেন, তেমনই বাবা কখন এবং কোথায় ছেলের সঙ্গে দেখা করতে পারবেন তাও বলা হয়েছিল। জানানো হয়, রবিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টের মধ্যে পরিবার আদালতের প্রাঙ্গণেই ছেলের সঙ্গে দেখা করতে পারবেন বাবা। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কেরল হাই কোর্টে গিয়েছিলেন বাবা। যদিও তাতে লাভ কিছুই হয়নি। কারণ পরিবার আদালতের রায় বহাল রাখে কেরলের সর্বোচ্চ আদালত। এরপর সুপ্রিম কোর্টে মামলা করেন ওই ব্যক্তি। কেরলের এক দম্পতির বিবাহবিচ্ছেদের মামলা চলছে পরিবার আদালতে। ইতিমধ্যে, ছেলেকে নিজের কাছে রাখার অনুমতি পেয়েছেন মা। অন্যদিকে, বাবা ছেলের সঙ্গে কখন কখন দেখা করতে পারবেন তার সময় বেঁধে দেয় পরিবার আদালত।

প্রথমে সুপ্রিম কোর্ট জানায়, একটি মলে ছুটির দিনে ছেলের সঙ্গে সময় কাটাতে পারবেন মামলাকারী। কিন্তু এই নির্দেশে খুশি হতে পারেননি ওই ব্যক্তি। শুক্রবার সুপ্রিম কোর্ট আরও দুটি জায়গার উল্লেখ করে জানিয়েছে, যত দিন না পরিবার আদালতে বিবাহবিচ্ছেদের মামলার নিষ্পত্তি হচ্ছে, তত দিন এই অন্তর্বর্তীকালীন নির্দেশ বহাল থাকবে।

 

 

 

Related articles

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version