Wednesday, November 5, 2025

নজরে কামারহাটি-বরাহনগর পুরসভা! ইডির তলবে নথি হাতে সিজিওতে হাজির গোপাল-অপর্ণা

Date:

পুর নিয়োগ মামলায় ফের ইডি দফতরে হাজিরা দিলেন কামারহাটি পুরসভার (Kamarhati Municipality) চেয়ারম্যান গোপাল সাহা (Gopal Saha)। এর আগেও তাঁকে এক দিন সিজিও কমপ্লেক্সে (CGO Complex) তলব করা হয়েছিল। সোমবার ফের তাঁকে তলব করা হয়। এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান গোপাল। পাশাপাশি বরাহনগর পুরসভার (Barahanagar Municipality) চেয়ারপার্সন অপর্ণা মৌলিকও (Aparna Moulik) এদিন ইডি দফতরে হাজিরা দেন।

এদিন বেশ কিছু নথি নিয়ে ইডি দফতরে ঢোকেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান। সূত্রের খবর, ইডির চেয়ে পাঠানো নথি জমা দিতেই তিনি সিজিওতে যান। রেশন বণ্টনে মামলায় যেদিন জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়েছিল, সে দিনই কেন্দ্রীয় সংস্থার দফতরে হাজিরা দিয়েছিলেন গোপাল। বেশ কয়েক ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে গোপাল জানিয়েছিলেন, কেন্দ্রীয় সংস্থা যত বার তাঁকে ডাকবে, ততবার তিনি হাজিরা দেবেন। যা তাঁকে জিজ্ঞাসা করা হবে, সব কিছুর উত্তরও দেবেন। আর সেই মতোই এদিন সকাল সকাল সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান কামারহাটি পুরসভার চেয়ারম্যান। তবে পুর নিয়োগ মামলাটি দেখছে সিবিআইও। তারা সেপ্টেম্বর মাসে কামারহাটি পুরসভার কাছ থেকে বেশ কিছু নথি চেয়ে পাঠিয়েছিল। পাশাপাশি পুরসভার ৩৪ জন কর্মীকেও তলব করা হয়েছিল।

তবে শুধু কামারহাটিই নয় উঠে আসে বরাহনগর পুরসভার নামও। আর সেকারণেই বরাহনগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিককেও ডেকে পাঠানো হয়।

 

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version