Monday, August 25, 2025

কেদারনাথে ফের নয়া অবতারে রাহুল! অপেক্ষারত ভক্তদের হাতে এগিয়ে দিলেন চায়ের কাপ

Date:

হাতে গোনা আর মাত্র কিছু সময়। তারপরই লোকসভার মসনদে কে বসবে তা নিয়ে শুরু হবে দড়ি টানাটানি খেলা। ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বাদ যাচ্ছে না কংগ্রেসও (Congress)। আর মঙ্গলবার থেকেই ৫ রাজ্যে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন (Assembly Election)। এবার এমনই এক ছবি সামনে এল। কখনও নিজেকে চাষি, কখনও কুলি, কখনও নিজে ট্রাক্টর চালিয়ে নিজের জনসংযোগ বাড়িয়েছেন। এবার ধরা দিলেন এক অন্য অবতারে। চা পরিবেশন করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। রবিবার চারধামের অন্যতম কেদারনাথে (Kedarnath) যান রাহুল। সেখানে মন্দিরে পুজো দিয়েই দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের চা পরিবেশনও করলেন ওয়েনাড়ের সাংসদ। ধর্মীয় স্থানে কোনও বিভাজন বা রাজনীতির যে কোনও সম্পর্ক নেই, এদিন সেই বার্তাই তুলে ধরলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

রবিবারই উত্তরাখণ্ডে যান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনদিনের সফরে প্রথমদিনেই তিনি কেদারনাথ মন্দিরে যান। দেরাদুনের জলি গ্রান্ট বিমানবন্দর থেকে সোনিয়া তনয়ের সোজা গন্তব্য ছিল কেদারনাথ। বিকেলে হেলিকপ্টারে চেপে কেদারনাথ হেলিপ্যাডে পৌঁছন তিনি। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মন্দিরের পুরোহিত ও কংগ্রেস কর্মীরা। এদিন মন্দিরে পুজো দেওয়ার পর আরতিতেও অংশ নেন রাহুল। এরপর ভক্তদের জন্য আয়োজিত ‘চা-সেবা’তেও হাত লাগান তিনি। নিজের হাতে সকল ভক্তদের মধ্যে চা পরিবেশন করেন রাহুল।

সূত্রের খবর, রবিবার রাতে কেদারনাথেই ছিলেন কংগ্রেস নেতা। সোমবার সকালেও মন্দির চত্বরে আয়োজিত ‘ভক্ত সেবা’-এ অংশ নেন রাহুল। এদিকে, কেদারনাথ ধামে পুজো দেওয়ার ছবি ফেসবুকে শেয়ার করেন রাহুল। ছবির ক্যাপশনে লেখেন, “আজ আমি উত্তরাখণ্ডের কেদারনাথ ধাম দর্শন করলাম এবং দেবাদিদেব মহাদেবের পুজো দিলাম। হর হর মহাদেব।” তবে এদিন রাহুলকে কাছে পেয়ে অনেকেই তাঁর সঙ্গে সেলফি তোলার আবদার করেন। একজন বলেন, স্যার, আপনাকে টিভিতে দেখি। আজ সামনাসামনি দেখে খুব ভাল লাগছে। আমি আপনার সঙ্গে একটা সেলফি তুলতে পারি? রাহুল এই রকম অনেকের আবদার রক্ষা করেছেন। এদিকে মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। মিজোরাম, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং তেলেঙ্গানার নির্বাচনের মুখে রাহুলের এই সফরকে কটাক্ষ করেছেন অনেকেই। তবে কংগ্রেসের তরফে জানানো হয়েছে এতে রাজনীতির কিছু নেই। এটা রাহুল গান্ধীর একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত।

 

 

 

Related articles

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...

এর থেকে বড় খুন আর কোনটা: মৃত পরিযায়ী গোলামের গ্রামে গণমঞ্চ

বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার বিজেপি শাসিত রাজ্যগুলিতে চলেছে তার প্রতিবাদ রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হয়েছে।...
Exit mobile version