Thursday, August 28, 2025

রাজ্যপালকে নিয়ে বি.তর্কিত মন্তব্য কারামন্ত্রীর, পাশে দাঁড়ালেন না বিধানসভার স্পিকার

Date:

মঞ্চ থেকে রাজ্যপালকে নিশানা করলেন কারামন্ত্রী ও রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। রাজ্যপালের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপে নথি থাকার দাবি করে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিলেন। অখিল গিরির সেই ভিডিও পোস্ট করে তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবিতে রাজ্যপালকে ইমেল করলেন বিরোধী দলনেতা। আর এবার অখিল গিরি প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া এল বিধানসভার স্পিকারের তরফে ‘আমি গোটা বিষয়টি শুনেছি, এই ধরনের কথা উনি না বললেই পারতেন’, আমি এ ধরনের বক্তব্য অনুমোদন করছি না, মন্তব্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের।

স্পিকার আরও বললেন, “রাজ্যপালের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য করার কী কারণ আছে! এটা না করলেই ভাল হত।” সঙ্গে স্পিকারের আরও সংযোজন, এই ধরনের মন্তব্যে তাঁর একেবারেই সমর্থন নেই। সাফ জানিয়ে দিলেন, “আমি এটা ভালভাবে নিইনি, এটুকু বলতে পারি।”

যদিও বিধানসভার অধ্যক্ষের বক্তব্য, এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার দরকার নেই। মুখ্যমন্ত্রীর নজর সব দিকে রয়েছে, সেটাও বুঝিয়ে দেন তিনি। স্পিকার বলেন, “আমি এই ব্যাপারে কেন কথা বলব? মুখ্যমন্ত্রী নিজে জানেন। নিজে দেখছেন। আমি কেন বলতে যাব? আমার তো কিছু বলার দরকার নেই।”

প্রসঙ্গত, বাইশ সালেও অখিল গিরি ফোকাসে এসেছিলেন। সেবার রাষ্ট্রপতি দৌপদ্রী মুর্মুকে নিয়ে অখিল গিরির মন্তব্যে উত্তাল হয়েছিল গোটা দেশ। সেবারও মন্ত্রিসভা থেকে তাঁর পদত্যাগের দাবি জানানো হয়েছিল।ফের এবার ফিরল সেই স্মৃতি।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version