Wednesday, November 12, 2025

বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে সশরীরেই কালীপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

Date:

প্রতিবছর কলকাতা থেকে জেলা, রেকর্ড সংখ্যক দুর্গাপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার পুজোগুলিতে সশরীরে গিয়ে উদ্বোধন করেন। কোথাও উমার চোখ আঁকেন তো কোথাও গিয়ে আড়তি করেন। আবার কোথাও কোথাও নিজে হাতে ছবি আঁকেন। তবে এবছর পায়ের সমস্যার জন্য মুখ্যমন্ত্রী দুর্গাপুজোর উদ্বোধন করেছিলেন ভার্চুয়ালি। নবান্নে বসে রিমোটের মাধ্যমে কলকাতার বিখ্যাত পুজো এবং জেলার পুজোমণ্ডপগুলির দুয়ার খুলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার কালীপুজোয় উদ্বোধনের পালা। সূত্রের খবর, সশরীরেই মণ্ডপে হাজির থেকেই বেশকিছু কালীপুজোর উদ্বোধনে করবেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, আগামিকাল বুধবার থেকে মুখ্যমন্ত্রী কালীপুজোর উদ্বোধন শুরু করতে পারেন। হরিশ মুখার্জি রোডের ভেনাস ক্লাব সহ কলকাতার বেশ কয়েকটি বিখ্যাত পুজোর উদ্বোধন করবেন তিনি। পুজো উদ্বোধনে যাওয়ার আগে নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে এই বৈঠক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, আজ মঙ্গলবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সেই উপলক্ষে সোমবার রাত থেকেই শহরের বিভিন্ন এলাকা তাঁর ছবি সহ হোর্ডিংয়ে সেজে উঠেছে। ‘অভিষেকের দূত’ টিমের উদ্যোগেই শুভেচ্ছা সহ এই হোর্ডিং লাগানো হয়েছে। আজ বিভিন্ন জায়গায় কেক কেটে চলবে উদযাপন। সূত্রের খবর, অভিষেক বিকেলের দিকে বাড়ি থেকে বেরিয়ে অনুগামীদের থেকে শুভেচ্ছা গ্রহণ করতে পারেন। এরপর মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীর কাছে আশীর্বাদ নিতে যেতে পারেন।
কালীঘাট মন্দিরে গিয়েও পুজো দেওয়ার কথা তাঁর।

 

Related articles

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...
Exit mobile version