Tuesday, August 26, 2025

শ্রীকৃষ্ণের থেকে ম্যানেজমেন্ট শিখবে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা

Date:

ম্যানেজমেন্টের গুরু ভগবান শ্রীকৃষ্ণ(Lord Krishna)। এই কথা মাথায় রেখে বাণিজ্য বিভাগের পড়ুয়াদের বিবিএ ও এমবিএ কোর্স শুরু করল এলাহাবাদ বিশ্ববিদ্যালয়। পাঁচ বছরের এই বাণিজ্য বিভাগে, ভগবত গীতা, রামায়ণ, উপনিষদ ছাড়াও পড়ুয়াদের চাণক্য ও শ্রীকৃষ্ণের ম্যানেজমেন্টের পাঠ দেওয়া হবে। এর পাশাপাশি পড়ুয়াদের পড়ানো হবে জিআরডি টাটা, আজিম প্রেমজি, ধীরুভাই আম্বানি, নারায়ণ মূর্তি, সুনীল মিত্তাল এবং বিড়লার মতো শীর্ষ শিল্পপতিদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির বিষয়ে‌।

জানা যাচ্ছে, এই কোর্সে পড়ুয়াদের অষ্টাঙ্গ যোগ শেখানো হবে, যা তাদের প্রতিকূল পরিস্থিতিতে শান্ত থাকার চেষ্টা করতে সাহায্য করবে। এই বিভাগটি গত মাস থেকে ২৬ জন শিক্ষার্থী নিয়ে নয়া এই কোর্স চালু হয়েছে। এই কোর্সটিতে ২২০ ক্রেডিটের ১০টি সেমিস্টার থাকবে এবং এতে একাধিক এন্ট্রি-এক্সিট সিস্টেম প্রয়োগ করা হবে। অর্থাৎ কেউ প্রথম বর্ষে পড়া ছেড়ে দিলে এক বছরে তাকে সার্টিফিকেট, দ্বিতীয় বছরে ডিপ্লোমা, তৃতীয় বর্ষে বিবিএ ডিগ্রি এবং পঞ্চম বছরে এমবিএ ডিগ্রি দেওয়া হবে।

কোর্স কো-অর্ডিনেটর শেফালি নন্দন বলেন, ইন্ডিয়ান ম্যানেজমেন্ট থটস অ্যান্ড প্র্যাকটিসেস পেপারে শিক্ষার্থীদের আধ্যাত্মিকতা ও ম্যানেজমেন্ট, সাংস্কৃতিক নীতি, মানবিক মূল্যবোধ ও ম্যানেজমেন্ট, অষ্টাঙ্গ যোগ, জীবনের সামগ্রিক দৃষ্টিভঙ্গি এবং ধ্যান ইত্যাদি বিষয়ে ঐতিহ্যগত জ্ঞান দেওয়া হবে। শেফালী আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্টার্টআপ ম্যানেজমেন্টকেও পাঠ্যসূচিতে উল্লেখযোগ্যভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

Related articles

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...

মায়ের তৈরি খাবার খেয়েই চরম সিদ্ধান্ত ফেসবুকে জনপ্রিয় চতুর্থ শ্রেণির ছাত্রের

রান্নাঘরে ঝুলন্ত কুলতলির চতুর্থ শ্রেণির পল্লব নস্করের (Pallav Naskar) নিথর দেহ উদ্ধার! হতবাক পরিবার-পড়শিরা। কেন এমন চরম সিদ্ধান্ত?...

সিবিআই-এর Gallery Show নয়, খেজুরির জোড়ামৃত্যুতে CID তদন্তের নির্দেশ আদালতের, গঠন হবে SIT

খেজুরির দুই বিজেপি কর্মী সুজিত দাস ও সুধীর পাইকের রহস্যমৃত্যুতে রাজ্যের তদন্তকারী সংস্থাতেই আস্থা রাখল কলকাতা হাই কোর্ট...
Exit mobile version