এবার বিজয় হাজারে ট্রফির জন্য দল ঘোষণা করা হল। দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে সুদীপ ঘরামিকে।এবার অধিনায়ক হলেন এই তরুণ ওপেনার। বাংলা তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে আগামী ২৩ নভেম্বর নাগাল্যান্ডের বিরুদ্ধে। বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্ল।
বিজয় হাজারে ট্রফির জন্য ঘোষিত বাংলা দল-
সুদীপ কুমার ঘরামি (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ, অভিষেক পোড়েল, অনুষ্টুপ মজুমদার, শাকির গান্ধী, রনজ্যোৎ সিং খাইরা, শাহবাজ আহমেদ, শুভম চট্টোপাধ্যায়, ঋত্বিক রায়, মুকেশ কুমার, আকাশ দীপ, ইশান পোড়েল, করণ লাল, কৌশিক মাইতি, মহম্মদ কাইফ, সক্ষম চৌধুরি, রবি কুমার এবং প্রদীপ্ত প্রামানিক।