Friday, November 28, 2025

CWC2023: চতুর্থ স্থানের দাবিদার তিন দল, পয়েন্টের নিরিখে কারা এগিয়ে?

Date:

২০২৩ এর বিশ্বকাপ ক্রিকেটে (ICC Cricket World Cup2023)একের পর এক অঘটন। কখনও হেভিওয়েট দলকে হারিয়ে দিচ্ছে আন্ডারডগেরা আবার কখনও খাদের কিনারায় ‘অতিমানবীয়’ পারফরম্যান্স করে ম্যাচ জিতে যাওয়ার মতো ঘটনা ঘটছে। মঙ্গলবার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)যেভাবে ইনিংসের চিত্রনাট্য লিখলেন তাতে ভারত, দক্ষিণ আফ্রিকার পর সেমিফাইনালে অস্ট্রেলিয়া তৃতীয় স্থান নিশ্চিত করেছে। এবার প্রশ্ন চতুর্থ কে? এক পজিশনের দাবিদার তিন দল। নিউজিল্যান্ড,পাকিস্তান এবং আফগানিস্তান (New Zealand, Pakistan and Afghanistan)। তুল্যমূল্য বিচার করতে গেলে কিউয়িদের পাল্লা একটু ভারী। একনজরে পরিসংখ্যানের দিকে লক্ষ্য দেওয়া যাক।

এখনও পর্যন্ত ৮ ম্যাচ খেলে অস্ট্রেলিয়া দুটো হেরেছে তাই তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকারও ১২ পয়েন্ট কিন্তু রানরেটের নিরিখে প্রোটিয়াদের নিচে অজিরা। অস্ট্রেলিয়ার রানরেট ০.৮৬১। এখনও দুই দলেরই একটা করে ম্যাচ বাকি রয়েছে। সাউথ আফ্রিকা খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে আর অস্ট্রেলিয়া খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। এরা যেমন শীর্ষে আসবে না আবার অন্য দলও এইমুহুরতে এদের টপকে যেতে পারবে না। তাহলে এই ম্যাচগুলোর ফল থেকে দ্বিতীয় স্থান কার দখলে থাকবে সেটা নিশ্চিত হবে। অপরজন তৃতীয় হবে। এবার প্রশ্ন চতুর্থ স্থানের। এর জন্য লড়াই করবে নিউজ়িল্যান্ড,পাকিস্তান এবং আফগানিস্তান। এখনও পর্যন্ত এই তিন দলেরই ৮ ম্যাচ খেলে ৮ পয়েন্ট। রান রেটের বিচারে এখন চার নম্বরে রয়েছে কিউয়িরা। পাঁচে পাকিস্তান এবং ছয়ে আফগানিস্তান। কিউয়িরা আগামিকাল শেষ ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। তার পরের দিন আফগানিস্তান খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আর এই দুই দলকে দেখে নিয়ে ১১ নভেম্বরে মাঠে নামবে পাকিস্তান। সেক্ষেত্রে রানরেটের হিসেব কষে খেলতে নামার সুযোগ থাকায় নিজেদের প্রমাণের বাড়তি সুবিধা পাচ্ছে বাবর বাহিনী।

Related articles

সোশ্যাল মিডিয়ায় ডোনার ‘বডি শেমিং’, পুলিশে অভিযোগ সৌরভ পত্নীর

বিখ্যাত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে (Dona Ganguly)সোশ্যাল মিডিয়ায় কদর্য ভাষায় আক্রমণের পাশাপাশি বডি শেমিংয়ের অভিযোগ! অনলাইনে হেনস্থার প্রতিবাদে পুলিশের...

শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ’, উইকেন্ডেই ল্যান্ডফল অন্ধ্র উপকূলে!

ঘূর্ণিঝড় সেনিয়ারের খবরের মাঝেই বঙ্গোপসাগরে আরও এক শক্তিশালী ঘূর্ণিঝড়ের (cyclonic formation in Bay of Bengal) জন্ম।আইএমডির বুলেটিন অনুযায়ী...

রাতের অন্ধকারে চমক! সহকারী সভাধিপতির গাড়ির সামনে পূর্ণবয়স্ক চিতাবাঘ 

অন্ধকার ভেদ করে চমকে দিল সরাসরি চিতাবাঘ! ফাঁসিদেওয়া ব্লকের মাদাতি চা বাগানের বালাসন ডিভিশনে সরকারি কাজ সেরে ফেরার...

হাওড়ায় দুষ্কৃতী হামলা: গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে পঞ্চায়েত প্রধান

তৃণমূল পঞ্চায়েত প্রধানের উপর গুলি চালানোর ঘটনায় বৃহস্পতিবার রাতে আতঙ্ক ছড়ালো হাওড়ার সাঁপুইপাড়া বসুকাঠি পঞ্চায়েত (panchayat) এলাকায়। গুরুতর...
Exit mobile version