Friday, August 22, 2025

পুজো শেষ, একরাশ মন খারাপ জমাট বেঁধেছে বুকের মাঝে। শীতের হালকা মেজাজে পিঠে পুলির ঘ্রাণ নাকে আসার আগেই নাটকের উৎসবে (Theatre Festival) মাততে চাইছে বঙ্গবাসী। সময়ের চাহিদা মেনে সাংস্কৃতিক পরিমণ্ডলে এবার নেতাজী নগর সরস্বতী নাট্যশালা (Netaji Nagar Saraswati Natyashala)এবার তাদের সপ্তম বর্ষের সরস্বতী নাট্যোৎসব ২০২৩-এর আয়োজন করেছে । আগামী ১৭ থেকে ১৯ নভেম্বর অর্থাৎ দক্ষিণ কলকাতার মুক্তাঙ্গন রঙ্গালয়ে এই উৎসব। কলকাতা তো থাকছে সঙ্গে অন্যান্য জেলা মিলিয়ে মোট ৮টি নাটক মঞ্চস্থ হতে চলেছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ নৃত্য, নাটক, সঙ্গীত ও দৃশ্যকলা অ্যাকাডেমির সদস্য সচিব হৈমন্তী চট্টোপাধ্যায় (Haimanti Chatterjee), EZCC-এর প্রশাসনিক অধিকর্তা সহ অন্যান্যরা।

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নাট্যদল নবদ্বীপ সায়ক, শান্তিপুর সাংস্কৃতিক , নটসেনা, কলকাতা প্রেক্ষাপট, অঙ্গন নাট্য সংস্থা , শ্যামবাজার নাট্য চর্চা কেন্দ্র , সংকেত দ্য থিয়েটার গ্রুপ এবং ঐহিক সৃষ্টি সুখের উল্লাসী এই নাটকের উৎসবে অংশ নেবে। প্রতিদিনের টিকিট মূল্য ১০০ টাকা। শনিবার সাড়ে ৬টা থেকে অনুষ্ঠান শুরু হবে। তৃতীয়দিন অর্থাৎ ১৯ নভেম্বর দুপুর ৩ টে থেকেই নাট্যোৎসব শুরু। ঐদিন সন্ধ্যায় নাট্যব্যক্তিত্ব প্রকাশ ভট্টাচার্যকে সরস্বতী নাট্য সম্মানে সম্মানিত করা হবে। আবার ২০শে নভেম্বর তপন থিয়েটারের তাপস জ্ঞানেশ সভাকক্ষে সন্ধ্যায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। থিয়েটারের মাঝেই নতুন প্রজন্মের জীবন- জীবিকার কথা আলোচনা করা হবে। কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় এই নাটকের উৎসব বলে জানিয়েছেন নাট্যদলের মুখ্য জনসংযোগ আধিকারিক সৌরজিৎ বসু।

Related articles

এখনও নিখোঁজ সন্তান-সহ রুশ বধূ! ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে দায়ের FIR

এখনও নিখোঁজ রুশ বধূ ও তাঁর শিশু সন্তান। রুশ (Russian) প্রশাসন মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের আধিকারিকদের কাছে জানিয়েছে,...

নর্থইস্টের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন কিবু

রাত পোহালেই ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালের লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়েই চলছে জোর...

সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের: ভোটার তালিকায় নাম জুড়তে বড় ঘোষণা

বিহার নির্বাচনের আগে ৬৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন (Election Commission),...

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...
Exit mobile version