Friday, August 22, 2025

গ্লেন ম্যাক্সওয়েল যা করলেন তা অবিশ্বাস্য। কারণ, এমন মহাকাব্য ক্রিকেট মাঠে এর আগে দেখেনি কেউই। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসেই এমন কোনও কিছুর নজির আছে কী? ম্যাক্সওয়েল নিজের নাম যেভাবে ইতিহাসের পাতায় লিখে নিয়েছেন, তা অদূর ভবিষ্যতে ভাঙতে পারা সম্ভব নাও হতে পারে। যদিও রেকর্ড তৈরি হয় নতুন রেকর্ড গড়া হবে বলে।

আফগানিস্তানকে অবিশ্বাস্যভাবে হারানো ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েল ২০১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ১২৮ বলে ২১টি চার ও ১০টি ছয়ে খেলা এই ইনিংসে বেশ কয়েকটি রেকর্ড নিজের করে নিয়েছেন ‘দি বিগ শো’ বলে খ্যাত ম্যাক্সওয়েল।অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ তো বটেই, ওয়ানডেতেই এটি কারোর প্রথম ডাবল সেঞ্চুরি। ওয়ানডে ক্রিকেটে ছয় নম্বরে নেমে খেলা সর্বোচ্চ রানের ইনিংস এটি৷ বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ইনিংস খেলেছেন ম্যাক্সি।

ম্যাক্সওয়েলই প্রথম ব্যাটসম্যান রান তাড়া করতে গিয়ে যিনি ডাবল সেঞ্চুরি করে বিশ্বকাপে দলকে ম্যাচ জেতালেন। প্যাট কামিন্সের সঙ্গে তিনি গড়েছেন ২০২ রানের অবিচ্ছিন্ন জুটি। এই জুটিতেও হয়েছে বেশ কয়েকটি রেকর্ড।

অষ্টম উইকেটে এটি অস্ট্রেলিয়া এবং বিশ্বকাপেরই সেরা জুটি। সবমিলিয়ে বিশ্বকাপে এটি অজিদের ষষ্ঠ সেরা জুটি। বিশ্বকাপে এটিই অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড। আগের রেকর্ড ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে ২৮৭।

২০২ রানের এই জুটিতে অধিনায়ক প্যাট কামিন্সের অবদান ৬৮ বলে ১১। যার প্রভাব ছিল রানসংখ্যার চেয়ে অনেক বেশি। সবমিলিয়ে মনে রাখার মতো এক ক্রিকেট ম্যাচই উপহার দিয়েছে আফগানিস্তান ও অস্ট্রেলিয়া।

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version