Wednesday, August 20, 2025

ড্রাইভিং প্রশিক্ষণ স্কুলের প্রশিক্ষকদের জন্য বিশেষ উদ্যোগ রাজ্যের

Date:

রাজ্য সরকারের (Government of West Bengal) বিশেষ উদ্যোগ। এবার ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ (Safe Drive Save Life) কর্মসূচির আওতায় ড্রাইভিং প্রশিক্ষণ স্কুলগুলির প্রশিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বলে খবর। ইতিমধ্যে তিন দফায় রাজ্যের বিভিন্ন জেলার ৫০০-রও বেশি মোটর ট্রেনিং স্কুলের প্রশিক্ষককে এই প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে পরিবহন দফতর (Transport Department) সূত্রে খবর।

গত মঙ্গলবারই কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলির মোটর ট্রেনিং প্রশিক্ষকদের নিয়ে রাজ্যের তরফে এক কর্মশালার আয়োজন করা হয়। মোট ৩৭৫ জন প্রশিক্ষক ওই কর্মশালায় অংশ নেন। দ্বিতীয় ধাপে আগামী ২৪ নভেম্বর দুর্গাপুরে দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূম জেলার প্রশিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে বলে খবর। অন্যদিকে, আগামী ১ ডিসেম্বর শিলিগুড়িতে একই ধরনের কর্মসূচির আয়োজন করা হবে।

রাজ্যের পরিবহন অধিকর্তা দিব্যেন্দু দাস (Dibyendu Das) জানান, পরিবহন ক্ষেত্রে নতুন বিধি নিয়ম এবং প্রযুক্তিগত আধুনিকীকরণের সঙ্গে সঙ্গতি বজায় রেখে মোটর প্রশিক্ষকদের প্রশিক্ষিত করতেই এই উদ্যোগ।

 

 

 

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version