Sunday, November 9, 2025

“শুভেন্দু গ্রে.ফতার হবে, লিখে রাখুন”! নন্দীগ্রামের শহিদ মঞ্চ থেকে তো.প কুণালের  

Date:

২০২৪ সালে বিজেপি সরকার (BJP Govt) পরিবর্তনের পর ইডি-সিবিআই-র (ED-CBI) হাতেই গ্রেফতার (Arrest) হবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার নন্দীগ্রাম (Nandigram) শহিদ দিবসের মঞ্চ থেকে এভাবেই দলবদলু শুভেন্দুকে একহাত নিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি সাফ জানান, বিজেপি সরকার পড়ে গেলে শুভেন্দুকেই গ্রেফতার হতে হবে। এদিন কেন্দ্রীয় বাহিনী দিয়ে বিরোধীদের লাগাতার আক্রমণের বিরুদ্ধে গর্জে ওঠেন কুণাল। আর সেই প্রসঙ্গে বলতে গিয়েই তিনি স্পষ্ট জানান, “চোরের মায়ের বড় গলা। ২০২৪ সালে সরকার বদল হলে এই ইডির হাতেই গ্রেফতার হবেন শুভেন্দু। লিখে রেখে দিন। সাধারণ মানুষও বুঝছেন রাজনৈতিক চক্রান্ত করে কী করে তৃণমূলের একের পর এক নেতাকে জেলে ঢোকানো হচ্ছে। মানুষ ভোটের বাক্সে জবাব দেবে। ২৪ সালে বুঝবে কত ধানে কত চাল। কেন্দ্র সরকার বদল হলেই এই ইডি-সিবিআইয়ের হাতেই গ্রেফতার হবেন শুভেন্দু”।

উল্লেখ্য, শুক্রবার সকালে রাজনীতিতে ভেসে থাকতে বাইরে থেকে লোক নিয়ে গিয়ে নন্দীগ্রামে হাজির হন গদ্দার শুভেন্দু অধিকারী। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি নয়, নিজের দল বিজেপির নেতা হয়েই শহিদ মঞ্চে পৌঁছে যান শুভেন্দু। আর সেই প্রসঙ্গে কুণাল বলেন, বাইরে থেকে বাসে করে লোক এনে এসব করেছে শুভেন্দু। তবে নন্দীগ্রামের মানুষের কাছে তাঁদের গ্রহণযোগ্যতা হারিয়েছে। আর সেকারণেই সকাল সকাল শুধুমাত্র লোক দেখানোর রাজনীতি করতেই বিজেপির এমন পরিকল্পনা। বাম জমানার নন্দীগ্রাম সূর্যোদয় অপারেশনের ১৬ বছর। আজকের দিনেই রক্তক্ষয়ী অভিযানে প্রাণ হারিয়েছিলেন জমি আন্দোলনের নেতা ও কর্মীরা। এখনও নিখোঁজ অনেকেই। সেই থেকে ১০নভেম্বর আজকের দিনে নন্দীগ্রাম গোকুলনগরের করপল্লীতে শহীদ স্মরণের আয়োজন।

এবারও তৃণমূল-বিজেপি দুপক্ষকে নিয়ে আগাম বৈঠকে বসে পুলিশ-প্রশাসন। বৈঠকে প্রথম সভা করার দাবী জানায় বিজেপি। সেইমতো এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ করপল্লীর শহিদ বেদীতে প্রথম স্মরণসভা করবে বিজেপি। উপস্থিত ছিলেন দলবদলু শুভেন্দু অধিকারী। অন্যদিকে বিজেপির সভা শেষের পর গোকুলনগরে সভা করে তৃণমূল। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন। তবে এদিন কেউই দলের হয়ে নয়, ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারেই নিজেদের শ্রদ্ধা নিবেদন করেন। তবে শুধু কুণালই নন এদিন শহিদ মঞ্চ থেকে বাংলাকে বঞ্চনা সহ একাধিক বিষয়ে মোদি সরকারের চরম সমালোচনা করেন পূর্ণেন্দু বসু ও দোলা সেন। অন্যদিকে, এদিন বিকেলেই তৃণমূলের একটি সভা করার কথা রয়েছে নন্দীগ্রামে।

 

 

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version